Ameen Qudir

Published:
2019-04-29 20:09:39 BdST

শোক এপিটাফঘাতক কোলন ক্যানসারে প্রয়াত ডা. ইউসুফ উর রহমান টুটুলের শেষ স্ট্যাটাস


 

কলজের টুকরা নুসাইবার সঙ্গে ডা. টুটুল

 

ডা. আতিকুজ্জামান ফিলিপ
_____________________________

আমাদের প্রিয় সহযোদ্ধা টুটুল।
সেই ডা. ইউসুফ উর রহমান টুটুল(DrYousuf Ur Rahman) আর নেই!
গতকাল রাতে ঘাতক কোলন ক্যানসার আমাদের প্রিয় টুটুলের জীবনটা কেড়ে নিয়েছে!

টুটুল যেন বুঝে গিয়েছিলো তার হাতে আর সময় নেই!
তাই চলে যাবার আগে নিজেই লিখে গিয়েছিলো তার এপিটাফ!

টুটুলের শেষ ফেসবুক স্ট্যাটাস যেন তার কবর ফলকের গায়ে এঁকে দেওয়া শেষ এপিটাফ!
________

টুটুলের শেষ স্ট্যাটাস-
সবাইকে মহান বিজয় দিবসের শুভেছা।সিংগাপুর পাঠ চুকিয়ে আজ টানা ৪০ দিন ধরে ল্যাব এইড,ইউনাইটেড হয়ে বংগবন্ধু শেখ মুজিব হাস্পাতালে ক্যাবিন ৩১১ তে শুয়ে আছি।আমার সেকেন্ড লাইন কেম থেরাপি চলছে।

এই দেশকে, এই দেশের মানুষকে আমি খুব ভালবাসি।এই মানুষ গুলকে অনেক কিছু দেয়ার ছিল আমার।মহান আল্লাহ আমাকে সেই যোগ্যতা এবং সুযোগ দিয়ে ছিলেন কিন্তু সময় টা হয়ত আল্লাহ আমাকে দেবে না।তাই প্রার্থনা ১৬ কোটি মানুষ যেন মাছে ভাতে ভাল থাকে। কারন ১৬ কোটি মানুষ ভাল থাকলেই আমার কলজের টুকরা নুসাইবা আর আমার প্রিয়তমা সায়মা ভাল থাকবে।

 

ঘরে ফিরে ফুটফুটে মেয়েটার চেহারা দেখার চেয়ে বেশি আনন্দের আর কি আছে।স্কুল থেকে বাড়ি ফেরার সময় নুসাইবার আইছক্রিম খাওয়ার বায়না শোনার চেয়ে কি বেশি আনন্দ দিতে পারে।গাড়িতে আমার কোলে ওর ঘুমিয়ে যাওয়ার চেয়ে ভাল বেহেস্ত আর কি হতে পারে।

আমার সোনার বাংলদেশ আজ অনেক এগিয়ে গেছে।আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ। যে দেশ বংগ বন্ধু কে জন্ম দিতে পারে সে দেশ পিছিয়ে থাকতে পারে না।আগামি ৩০ তারিখ ভোট দিতে যেতে পারব কিনা জানি না তবে নিশ্চিত ২০১৮ সালের ভোট ই আমার জীবনের শেষ ভোট।

এই দেশটা কে এগিয়ে নিতে হলে আসলেই জননেত্রি শেখ হাসিনার বিকল্প নেই।আপ্নারা নেত্রির হাত কে শক্তিশালি করুন।দেখছি নতুন বোতলে পুরনো বিষ।কামাল, রব,লন্ডন, করাচি, গুলশানে নতুন ষড়যন্ত্র। সবাই সাবধান হন।

আমাকে মাফ করে দিবেন।আমার জন্য আমার কলজের টুকরা নুসাইবা আর আমার সায়মার জন্য দোয়া করবেন।অনেকে আমার জন্য দোয়া এবং অন্নান্য সহযোগিতা করেছেন।আল্লাহ আপনাদের কবুল করুন।খুব ইছা করে আপনাদের সাথে থাকতে, খুব।রুগিদের খুব মিস করি।সবাই যেন সুস্থ থাকে।আল্লাহ যেন আমার নেক হায়াত বাড়িয়ে দেন।যেন আবার রুগি দেখতে পারি,রুগির হাশি মুখ দেখতে পারি।

জয় বাংলা।
______________________________

ডা. আতিকুজ্জামান ফিলিপ।
সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ,স্বাধীনতা চিকিৎসক পরিষদ
যুগ্ম-সাধারণ সম্পাদক, চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ।
Doctor ,t Bangabandhu Sheikh Mujib Medical University
Former Secretary General বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ,দিনাজপুর।
Studied MBBS. at Dinajpur Medical College, Dinajpur

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়