Ameen Qudir

Published:
2018-08-02 15:44:13 BdST

ফার্মের মুরগী বলে যাদের উপহাস করেছি,তারা দেখিয়ে দিচ্ছে পিঠ ঠেকে গেলে এরাই বাঘের বাচ্চা


 

 

ডা. মোঃ বেলায়েত হোসেন

______________________________

একটা ব্যাপার কেউ খেয়াল করেছেন?

এই ছোট ছোট বাচ্চাদের বাবা মা'রা কিন্তু তাদের বাইরে যেতে বাধা দিচ্ছেন না,মানাও করছেন না এই প্রতিবাদ থেকে দূরে থাকতে।তারা জানতেন তাদের সন্তান স্কুলের পোশাকে বের হচ্ছে একটা মহান আন্দোলনের অংশ হতে,তবুও তারা বাধা দেন নাই।

অথচ আমার পরিষ্কার মনে আছে,আমরা যখন স্কুল কলেজে পড়তাম,যে কোন রাজনৈতিক আন্দোলনের ঘটনায় আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের বাবা মা'রা আমাদের একরকম গৃহবন্দি করে রাখতেন,কিছুতেই বাইরে যেতে দিতেন না।

অথচ আজ পরিস্থিতি কতো বদলে গেছে!যাদের আমরা ফার্মের মুরগী বলে এতো দিন উপহাস করেছি,তারা দেখিয়ে দিচ্ছে দেয়ালে পিঠ ঠেকে গেলে এরাই এক একটা বাঘের বাচ্চা হয়ে উঠতে পারে।শুধু তাই না,এদের বাবা মা'রাও মহান মুক্তিযুদ্ধের সময়ের মতোই সন্তানকে রাস্তায় পাঠিয়ে দিতে পারে অন্যায়ের প্রতিবাদের জন্য,নিজেদের অধিকার আদায়ের জন্য কোন রকম দ্বিধা ছাড়াই।

ও হ্যা,এর মাঝেও কিন্তু কিছু মানুষ বেরিয়ে আসছে,সেই রাজাকার আলবদরদের মতোই,যাদের বোধ বুদ্ধি এবং বিবেক তারা জমা দিয়েছে ক্ষমতা আর তাবেদারির নেশায়।ভাইবেন না আমরা সব ভুলে যাবো প্রতিবার,পাল্টা মার আমরাও দিতে পারি।

আসিতেছে শুভ দিন,
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা
শুধুতে হইবে ঋণ।
______________________________


ডা. মোঃ বেলায়েত হোসেন
শাহাবুদ্দিন মেডিকেল কলেজ
০২ ব্যাচ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়