Ameen Qudir

Published:
2018-02-10 15:07:49 BdST

শাদা মনের এক বরেণ্য ডাক্তারের এই বাড়িটির খরচ ৭০ লাখ টাকার বেশী নয়


 

 

 

বর্ণা ইঞ্জিনিয়ারিং প্রতিবেদন
______________________

প্রজেক্ট:- চন্দ্রবিলাস
ঠিকানা:- হারিয়াবাড়ি, ইসলামপুর, জামালপুর।
আয়তন:- বাড়ির আয়তন ১৫০০ স্কয়ারফিট(৩.৫ শতাংশ) এবং মুল জমির পরিমান ১ একর।( জমির দাম খরচের মধ্যে নয়। সম্পাদক )।
খরচ:- আনুমানিক ৬০ থেকে ৭০ লক্ষ টাকা


প্রফেসর ডাঃ এ বি এম আবদুল্লাহ। বাংলাদেশের চিকিৎসা জগতে পরম শ্রদ্ধাভাজন একটি নাম।  বাংলাদেশের একমাত্র মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর মেডিসিন বিভাগের ডিন এবং একুশে পদপ্রাপ্ত প্রফেসর। সুদির্ঘ সময় ধরে তিনি অত্যান্ত পরিশ্রমের সাথে সেবা করে আসছেন বাংলাদেশের সাধারন মানুষের।


এই সাদা মনের মানুষটি আমাদের কাছে যখন জানালেন উনার গ্রামের বাড়িতে গিয়ে থাকতে একটু কষ্ট হয় তখন আমরা সাথে সাথে জামালপুরে উনার গ্রামের বাড়ি চলে যাই। আমরা উনার পুরো বাড়িটি সারেজমিনে পরিদর্শন করি। এবং সেই অনুসারে সুন্দর একটি ডিজাইন করার চেষ্টা করি। স্যার এর স্বপ্ন ছিলো উনি উনার সোফায় বসে চাঁদ দেখবেন। আমরা তাই বাড়ির ঠিক মাঝখানে পুরো ছাদটি তুলে দিয়ে তার বদলে গ্লাস বসিয়ে দিয়েছি। এতে বর্ষা কালে বৃষ্টি এবং রাতের আকাশের পুর্নিমার চাঁদের আলো দুইটিই দেখা যাবে।


নিচতলাতে আছে:-
১) একটি ড্রইং রুম সাথে একটি বাথরুম
২) একটি গেস্ট বেডরুম সাথে এটাচ বাথরুম
৩) একটি আলাদা ডাইনিং রুম
৪) একটি কিচেন সাথে কিচেন বারান্দা
দ্বিতিয় তলাতে আছে:-
১) চারটি বেডরুম, প্রত্যেকটির সাথে এটাচ বাথরুম, চারটি বারান্দা
২) একটি ফ্যামিলি লিভিং
৪) একটি রাউন্ড সিড়ি
৫) ফ্যামিলি লিভিং এর উপরে ছাদ এর বদলে গ্লাস প্যানেল
৬) পোর্চ
ডিজাইন টিম
আর্কিটেক্টঃ শামিম আহমেদ, দেলোয়ার হোসাইন, তাওহিদ আহমেদ।
ইঞ্জিনিয়ারঃ এ এস এফ সিদ্দিকী, ফজলুল করিম রুবেল
থ্রিডি ডিজাইনারঃ আল-আমিন
বাড়িটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে কল করুন
ইঞ্জিনিয়ার বশর সিদ্দিকী:- 01763851107, 01768096136

____________________


সৌজন্য :বর্ণা ইঞ্জিনিয়ারিং

 

 

 

 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়