Ameen Qudir

Published:
2019-01-14 20:51:33 BdST

জবাবদিহিতাচিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে মনিটরিং সেল হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী


 



হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করাসহ বিভিন্ন কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে মনিটরিং সেল গঠন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ১৩ জানুয়ারি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকার হেলথ রিপোর্টার্স ফোরামের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই কথা জানান।খবর বাসস'র ।

জাহিদ মালেক বলেন, ‘কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা একটি মনিটরিং সেল গঠন করবো। এই সেল সারাদেশের হাসপাতালগুলোর কোনো যন্ত্রপাতি নষ্ট, কোথায় ডাক্তার উপস্থিত থাকছে না, কোথায় জনবল সংকট তা নির্ণয় করবে।’

পাশাপাশি প্রতি বিভাগে ক্যান্সার হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট কিডনি ইউনিট স্থাপন করা হবে বলেও জানান মন্ত্রী।

এ সময়ে হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ, সাধারণ সম্পাদক নিখিল মানকিন, সহ-সভাপতি নুরুল ইসলাম হাসিব ও জান্নাতুল বাকিয়া কেকা প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়