Ameen Qudir

Published:
2018-03-19 18:29:36 BdST

মাতৃত্বের স্বাদ : এক নারীর জীবনের করুন কাহিনি


 

ডা. কামরুন নাহার তুহিন
__________________________

মাতৃত্বের স্বাদ :
নাসিমা বয়স ২০ কি ২২ বছর,আমার চেম্বার এ এসেছে এক বুক আশা নিয়ে,তার বিবাহিত জীবনের তিন বছরে
চার চারটি এবোরশান হয়েছে, গত ছয়মাস ধরে আর কোন সন্তান গর্ভে আসছেনা এনিয়ে ব্যাকুল, স্বামী শ্বাশুড়ীর বাকা কথা" আর বা্চ্চা হবেনা"!
যথারীতি পরীক্ষা নিরীক্ষা করে ওভোলেশান ইনডাকশান করেও কনসিভ হচ্ছে না, এভাবে তিন সাই কেল চলে গেলো, রোগীর আর ধৈর্য মানছেনা,নানাজনের নানা কথা, অবশেষে একদিন এলো মিসড্ পিরিয়ড নিয়ে, ইউরিন পিটি পজেটিভ হলো, নাসিমা তো মহাখুশী সাথে আমার ও মনটা ভালো হলো যাহোক আমার উছিলায় সে এবার আশার
আলো দেখতে পাচ্ছে, নিয়মিত এএনসি চেকআপে আসছে, ওর প্রতি আমার অন্য রকম মায়া পড়ে গেল,কখনও সে যদি সিডিওল মতো আসতে দেরী করে তখন মনে হয় কেন আসলোনা? নিয়মিত চেক আপে আল্ট্রাসনোগ্রাফী পরীক্ষায় ধরা পড়লো টুইন প্রেগনেন্সী, রোগী কে কাউন্সেলীং করলাম কিভাবে চলাফেরা করতে হবে।

নাসিমা আমাকে বলল মেডাম
আমার শাশুড়ী কে আপনি একটু বুজিয়ে বলবেন কিভাবে চলতে হবে, আমি বললাম ঠিক আছে সামনের মাসে নিয়ে এসো।
পরের মাসে নাসিমা এলো তার শাশুড়ী কে নি য়ে, আমি ওনাকে বললাম ছেলের বউয়ের জমজ বাচ্চা হবে দুটোই ছেলে বাচ্চা হবে ওকে সাবধানে চলাফেরা করতে হবে,ভারী কাজ করা যাবেনা, এখন সাতমাস আর দুটো মাস ওকে কোন কাজ করতে দিবেনা এখন
যদি কোন কারনে ডেলিভারি পেইন উঠে অথবা পানি ভাংগে তাহলে বাচ্চা বাচাতে পারবেন না,একথা শেষে
তারা চলে যায়,এপর বেশ কয়েক দিন হলো নাসিমা আর চেকআপে আসে না, মাঝে একদিন ফোন দিয়েছিল মেডাম আমার না অনেকবেশী নড়ে, আমি বললাম কম নড়লে সমস্যা, বেশী নড়লে অসুবিধা নাই,
নাসিমা আর চেক আপে আসেনা, আমার মনে খটকা লাগছে না যানি কি অঘটন ঘটলো, চেম্বার এর এসিস্টেন্ট কে জিজ্ঞেস করলাম তুমি ওর কোন খবর জানো কিনা?
সে জানালো বাড়ী তে নাকি ওর ব্যাথা উঠেছিল,পরে তারা হাসপাতালে নরমালে ডেলিভারী করিয়েছে।
এই খবরটুকুই আমি পেয়েছি,এরপর প্রায় একবছর
চলে গেলো নাসিমা আর আসে না ; কি হলো ওর?
ও কি স্বামীর ঘরে আছে নাকি স্বামী পরিত্যাক্তা মানসিক ভারসাম্যহীন, ওর মাতৃত্বের স্বাদ কি পুরন হবে ?
__________________________

ডা. কামরুন নাহার তুহিন।
কনসালটেন্ট গাইনী,
৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল,
মালিগাও, দাউদকান্দি, কুমিল্লা।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়