Ameen Qudir

Published:
2018-03-16 16:08:42 BdST

অন্ধকারে কন্যাকে খুঁজতে গিয়ে নিজেকে বাঁচাতে পারলেন না বাবা



ডা. শিরীন সাবিহা তন্বী
_____________________________

যুগ যুগ ধরে সন্তানের জন্য বাবাদের আত্মত্যাগের অনেক গল্প কাহিনী কিংবা সত্য ঘটনা লোকমুখে প্রচলিত আছে।
নেপালের ত্রিভুবনে উড়োজাহাজ বিধ্বস্ত হবার ঘটনা শত শত কেবল নয়।কোটি কোটি পরিবারকে বেদনার্ত করে তুলেছে।
বাংলাদেশ,নেপাল এবং সবথেকে বড় কথা বাংলাদেশের চিকিৎসক সমাজে যেন গভীর শোকের কালো ছায়া নেমে এসেছে।

এত শোক ধারন করবার জায়গা হৃদয়ে নাই।
এক একটা ছবি যেন এক একটি ট্রাজিক উপন্যাস।
হাজারো অস্কার জয়ী মুভির গল্পের থেকেও হৃদয় বিদারক এক একটি আক্রান্ত পরিবারের গল্প।
এক পিতৃহীন সন্তানের মায়ের স্নেহছায়ায় বেড়ে ওঠা।বড় হওয়া।এবং পিতা হওয়ার গল্পটা যেন একটু আলাদা।ছবি তুলতে ভালোবাসতেন যেই বাবা,আড়াই বছরের কন্যা কোল থেকে ছিটকে গেল তার বিমান বিধ্বস্ত হওয়ার সময়।অন্ধকারে কন্যাকে খুঁজতে গিয়ে বাঁচতে পারলেন না বাবা নিজেও।
জন্ম দিয়ে জন্মদাতা হওয়া খুব সহজ।বাবা হতে কজন পারে?
বার বার এই সত্যিকারের স্নেহপ্রবন বাবাকে মনে পড়ছে।কন্যাকে ছেড়ে যিনি পৃথিবীতে একটি মুহুর্ত ও একা থাকেননি।আগুনে ঝলসে যাওয়ায় আগে প্রিয়ক কি খুজে পেয়েছিল তার বুকের ধন রাজকন্যা প্রিয়ন্ময়ীকে?
ভয়ার্ত রাজকন্যা কি ঐ সময়ে আশ্রয় পেয়েছিল তার বৃহৎ হৃদয় বাবার বুকে?
তোমরা পিতা কন্যা ভালো থেকো বেহেশতের ফুল বাগানে।
আর পৃথিবীর বাবাদের বলব,যারা এখন ও কেবল সন্তানের জন্মদাতা,আজ ও বাবা হয়ে উঠতে পারেননি,তারা দিনে একটিবার অন্তত এই মহৎপ্রান আত্মত্যাগী বাবার কথা ভাবুন।
আপনার সন্তানকে ভালোবাসুন।সময় দিন।তার বিপদে আপনি ই সবথেকে বড় সহায়ক।শক্ত করে হাত দুটি ধরে আপনার প্রশস্ত হৃদয়ে আপনার সন্তানকে ঠাঁই দিন।
_______

ডা. শিরীন সাবিহা তন্বী ; সুলেখক। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়