Ameen Qudir

Published:
2019-05-21 19:48:30 BdST

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৫৫ জন অধ্যাপক পদে  নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে পিএসসি


 

ডেস্ক
___________________

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন: পিএসসি বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ৫৫ টি অধ্যাপক পদে নিয়োগের জন্য চিকিৎসকদের কাছে থেকে দরখাস্ত আহ্বান করেছে। আগামী ২৩ মে সকাল ১০টা থেকে শুরু হয়ে ২৭ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ.ই.ম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞাপনে বলা হয়েছে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে এমবিবিএস অথবা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে।

এছাড়াও বিএমডিসি রেজিস্ট্রেশন থাকার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ের সহযোগী অধ্যাপক হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

ক্যাডারের নাম: বিসিএস (স্বাস্থ্য)

১. পদের নাম: অধ্যাপক (ইউরোলজি), পদ সংখ্যা: ২টি।
২. পদের নাম: অধ্যাপক (বায়োকেমিস্ট্রি), পদ সংখ্যা: ২টি।
৩. পদের নাম: অধ্যাপক (এনাটমি), পদ সংখ্যা: ২টি।
৪. পদের নাম: অধ্যাপক (অফথালমোলজি), পদ সংখ্যা: ৪টি।
৫. পদের নাম: অধ্যাপক (প্যাথলজি), পদ সংখ্যা: ৪টি।
৬. পদের নাম: অধ্যাপক (কার্ডিওলজি), পদ সংখ্যা: ৩টি।
৭. পদের নাম: অধ্যাপক (কমিউনিটি মেডিসিন), পদ সংখ্যা: ২টি।
৮. পদের নাম: অধ্যাপক (সার্জারি), পদ সংখ্যা: ৩টি।
৯. পদের নাম: অধ্যাপক (ইএনটি), পদ সংখ্যা: ৩টি।
১০. পদের নাম: অধ্যাপক (নিওনেটলজি), পদ সংখ্যা: ২টি।
১১. পদের নাম: অধ্যাপক (অর্থোপেডিক সার্জারি), পদ সংখ্যা: ৪টি।
১২. পদের নাম: অধ্যাপক (গাইনি), পদ সংখ্যা: ২টি।
১৩. পদের নাম: অধ্যাপক (সাইকিয়াট্রি), পদ সংখ্যা: ১টি।
১৪. পদের নাম: অধ্যাপক (শিশু সার্জারি), পদ সংখ্যা: ১টি।
১৫. পদের নাম: অধ্যাপক (পেডিয়াট্রিক), পদ সংখ্যা: ২টি।
১৬. পদের নাম: অধ্যাপক (পেডিয়াট্রিক নেফ্রোলজি), পদ সংখ্যা: ১টি।
১৭. পদের নাম: অধ্যাপক (গ্যাস্ট্রোএন্টারোলজি), পদ সংখ্যা: ২টি।
১৮. পদের নাম: অধ্যাপক (এন্ডোক্রাইনোলজি), পদ সংখ্যা: ১টি।
১৯. পদের নাম: অধ্যাপক (নিউরোলজি), পদ সংখ্যা: ২টি।
২০. পদের নাম: অধ্যাপক (ফার্মাকোলজি), পদ সংখ্যা: ১টি।
২১. পদের নাম: অধ্যাপক (রেডিওলজি অ্যান্ড ইমেজিং), পদ সংখ্যা: ২টি।
২২. পদের নাম: অধ্যাপক (ফিজিওলজি), পদ সংখ্যা: ২টি।
২৩. পদের নাম: অধ্যাপক (নেফ্রোলজি), পদ সংখ্যা: ১টি।
২৪. পদের নাম: অধ্যাপক (হেমাটোলজি), পদ সংখ্যা: ১টি।
২৫. পদের নাম: অধ্যাপক (রেডিওথেরাপি), পদ সংখ্যা: ১টি।
২৬. পদের নাম: অধ্যাপক (নিউরো সার্জারি), পদ সংখ্যা: ১টি।
২৭. পদের নাম: অধ্যাপক (ফরেনসিক মেডিসিন), পদ সংখ্যা: ৩টি।

 

আপনার মতামত দিন:


নিয়োগ বিজ্ঞপ্তি এর জনপ্রিয়