Ameen Qudir
Published:2018-02-01 15:14:13 BdST
২/৩ মাসের মধ্যে ৫০০০ ডাক্তার নিয়োগের ঘোষনা
নবীন চিকিৎসকদের মডেল ফাইল ছবি ব্যবহার করা হয়েছে
রাজবাড়ি থেকে সংবাদদাতা
________________________
সরকার জরুরি ভিত্তিতে নতুন চিকিৎসক নিয়োগ দিতে চলেছে। সহসাই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। দেশে বেকার চিকিৎসকদের জন্য এটি সুখবর।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম রাজবাড়িতে বলেছেন, চিকিৎসক সংকট নিরসনের জন্য আগামী দুই থেকে তিন মাসের মধ্যে একসঙ্গে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে।
সম্প্রতি নব-নির্মিত রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. রহিম বকসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী ও রাজবাড়ী-২ আসনের এমপি মো. জিল্লুল হাকিম।
আপনার মতামত দিন: