ডা কামরুন লুনা
Published:2022-09-19 19:03:39 BdST
কেউ আপনার কাছে অন্যের বদনাম করতে এলে "সক্রেটিসের টেস্ট" করুন
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী; বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
________________________
কেউ আপনার কাছে অন্যের বদনাম করতে এলে তাকে সক্রেটিসের টেস্টের আওতায় আনুন।
প্রাচীন গ্রিসে প্রজ্ঞাবান হিসাবে সক্রেটিসের খুব খ্যাতি ছিল
একদিন সেই মহান দার্শনিকের কাছে এসে একজন
বলল," আপনি জানেন আমি আপনার বন্ধু সম্বন্ধে কি শুনলাম? "
" এক মিনিট " বললেন সক্রেটিস।
বলার আগে আমি তিনটা চালুনি টেস্ট করব"
" তিনটি চালুনি! "
হা
অন্যের ব্যাপারে কিছু বলার আগে আপনি যা বলবেন একে ফিলটার করে দেখা ভাল।
আমি একে তিন চালুনি টেস্ট বলি
প্রথম চালুনি তে ধরা পড়বে যা বলছেন তা সত্য কিনা।
"আপনি কি চেক করেছেন যা বলছেন তা সত্য। "
" না আমি শুনেছি'
"বেশ ভাল। তাহলে আপনি জানেন না যা বলছেন তা সত্য।'"
তাহলে দ্বিতীয় চালুনি
" আপনি আমার বন্ধু সম্বন্ধে যা বলতে এলেন তাকি ভাল?"
না না
তাহলে বলেন সক্রেটিস, "আপনি আমাকে তার সম্বন্ধে খারাপ কথা বলতে এসেছেন আর আপনি নিশ্চিত ও নন তা সত্য "
" তাহলে এর পর এ কথার সার্থক তা। তিন নং চালুনি
" আপনি আমার বন্ধুর ব্যাপারে যা বলতে এসেছেন তা কি আমার জন্য প্রয়েজনীয়?"।
" না"
" তাহলে আপনি যা বলতে এসেছেন তা সত্য নয়,ভাল কথা নয়,প্রয়জনীয় নয় তাহলে কেন আপনি এ কথা বলতে এলেন?"
তাই মূল বাণী হল কান কথা শুনবেন না।যাচাই করে নিবেন।
আমার সুদীর্ঘ কর্ম জীবনে প্রায় ৫০ বছর আমি অনেক উচ্চ পদস্থ কর্ম কর্তা কে দেখেছি কান কথা শুনে বন্ধু আর ভাল কর্মচারী র সর্ব নাশ করতে। অনেক কে দেখেছি উড়ো চিঠি পেয়ে সত কর্ম কর্তার সর্ব নাশ করতে
একটা সত্য ঘটনা বলি আমার প্রমাতা মহ রায় বাহাদুর দীননাথ দাস ব্রিটিশ আমলে ছিলেন ডি এম। দিদিমার কাছে শুনেছি,একবার ইংরেজ বড় কর্তার কাছে একজন উড়ো চিঠি লিখল।তিনি সেই চিঠি বাইরের নোটিশ বোর্ডে টাংগিয়ে।উপরে লিখে দিলেন
"This is the fate of the annonimous letter "
আশা করি এই গল্প জীবনে কাজে লাগবে
আপনার মতামত দিন: