ডা শাহাদাত হোসেন
Published:2022-09-13 18:56:53 BdST
সহকর্মীকে যে ৯টি বিষয় জানাবেন না
কলিগ বন্ধু নয়। তিনি সম্মানিত সহকর্মি
সংকলন : অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
________________________
সহকর্মী দের যা যা জানানো উচিত নয়।
১। কর্ম স্থলে অনিচ্ছায় ভুল ত্রুটি করলে দ্রুত বস কে জানাবেন কলিগ জানার আগে।
কলিগ আগে জানলে ভুল ইনফরমেশন বসের কাছে যেতে পারে।
২। ছুটির কথা জানাবেন না। কখন কই যাবেন। মনজুর হলে জানাতে পারেন।
৩। বস কোন কাজের জন্য বাহবা দিলে কলিগ কে বলবেন না।
৪। নতুন চাকরি খুঁজছেন কি না,এটা ছাড়বেন কি না তা জানাবেন না কলিগকে ।
৫। বসের বদনাম কলিগের সামনে করবেন না।
৬,। নিজের ভবিষ্যতের চিন্তা ভাবনা পারিবারিক বিষয় কলিগের সাথে আলাপ নয়।
৭। কথা কম।গাল গল্প কলিগের সাথে কম।
৮। কলিগ ভাল মন্দ তার প্রশংসা করুন তবে নিজের উপর আঘাত এলে অংকুরে থামিয়ে দিন।
৯। নিজের বেতন,বোনাস,ওভার টাইম,ইনক্রিমেন্ট নিয়ে আলাপ নয়।
১০। কলিগ বন্ধু নয়। তিনি সম্মানিত সহকর্মি ।
বাস্তব অভিজ্ঞতা। সংকলিত।
আপনার মতামত দিন: