Dr. Aminul Islam

Published:
2022-02-13 06:02:08 BdST

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ৩টি প্রশাসনিক ক্ষমতার প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়


প্রতীকী ছবি

 


ডেস্ক
_________________

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ক্ষমতা বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্ব্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়।

আজ শনিবার ১২ ফেব্রুয়ারি ২০২২ জারি করা
এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘
ক.
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল নিয়ে জুনিয়র কনসালটেন্ট ও মেডিকেল অফিসারকে অবশ্যই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হিসেবে মান্য করতে হবে। তার সকল বৈধ আদেশ বা নিষেধ মেনে চলতে হবে। তার বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করা যাবে না।কর্মস্থল বলতে উপজেলার ভৌগোলিক অধিক্ষেত্র বুঝাবে। এদেশে প্রচলিত নিয়মে তাকে সম্বোধন করতে হবে। কেউ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কোনো আদেশ বা নিষেধ অমান্য করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
খ.
মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসা দেয়ার ক্ষেত্র কোনও শিক্ষকের কোনরূপ অবহেলা/গাফলতি/ শৈথিলা/অনুপস্থিতি ইত্যাদি ক্ষেত্রে পরিচালক বিষয়টি লিখিতভাবে অধ্যক্ষকে অবহিত করবেন এবং মহা-পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে অনুলিপি দিবেন।

গ.চিকিৎসক হিসেবে একজন শিক্ষক অবশ্যই পরিচালকের পরামর্শমত কাজ করবেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বাধ্যতামূলকভাবে কর্মস্থলে অবস্থান করতে হবে এবং উপজেলার ভৌগলিক অধিক্ষেত্রের বাইরে যেতে হলে সশ্লিষ্ট সিভিল সার্জনের অনুমতি গ্রহণ করতে হবে।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়