Dr.Liakat Ali

Published:
2022-01-09 07:41:40 BdST

এফসিপিএস প্রথম পর্বে ৬ বিষয়ে কেউ পাস করেন নি


বিসি পিএস

 

সংবাদ দাতা
________________
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস প্রথম পর্বের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় এ ফলাফল প্রকাশিত হয়। পরীক্ষায় মোট ৯৭৩ জন পাস করেছেন। তবে ছয় বিষয়ে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হননি।

এর মধ্যে সার্জারিতে ১০৮ জন, অবস অ্যান্ড গাইনিতে ২৪ জন, কার্ডিওভাসকুলার সার্জারিতে ৩ জন, কার্ডিওলজিতে ৮ জন, নিওরোসার্জারিতে ২ জন, অর্থোপেডিকস সার্জারিতে ৫ জন উত্তীর্ণ হয়েছেন। সার্জিকেল অনকোলজি ও প্লাস্টিক সার্জারিতে একজন করে এবং সাইকিয়াট্রিতে পাঁচজন পাস করেছেন।

প্যাডিয়াট্রিকসে ৫২ জন, নিওন্যাটালজিতে একজন, রেডিওথেরাপিতে তিনজন ও রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ৩২ জন পাস করেছেন।

অপথালমোলজিতে দুইজন, ডার্মাটোলজিতে ৯ জন, অটোল্যারিংগোলজিতে ২৩ জন, ফিজিক্যাল মেডিসিনে ৩ জন এবং অ্যানেসথেশিওলজিতে উত্তীর্ণ হয়েছেন ১০ জন।

এ ছাড়া হেমাটলজিতে ২ জন, মেডিসিনে ৬৬৫ জন, নিওরোলজিতে ৫ জন, এন্ডোক্রাইনোলজিতে একজন, গ্যাস্ট্রোএন্টারলজিতে ৪ জন এবং কোলোরেকটাল সার্জারিতে ৩ জন পাস করেছেন।

তবে ইউরোলজি, প্যাডিয়াট্রিক কার্ডিওলজি, পালমনলজি, ট্রান্সফিউশন মেডিসিন, হিস্টোপ্যাথলজি, মাইক্রোবায়োলজিতে কেউ উত্তীর্ণ হননি।

এর আগে গত ৩ জানুয়ারি শুরু হয়ে আজ ৫ জানুয়ারি এ পরীক্ষা শেষ হয়। বিসিপিএসে প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়