Dr. Aminul Islam

Published:
2021-12-23 21:31:04 BdST

সত্যিকারের বন্ধু চিনবেন কি করে, ২৬ বিবেচনা


লেখক

 

অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
__________________


সত্যিকারের বন্ধু চিনবেন কি করে ?

১। আপনি যে রকম হন আপনাকে গ্রহণ করে
২। আপনাকে বিশ্বাস করে
৩। কেবল " এই কেমন আছ" জানার জন্য কল করে
৪। আপনাকে ছেড়ে যায়না
৫। আপনার ভেতর সে দেখতে পায়
৬। ভুল হলে ক্ষমা করে।
৭। দেয় নিঃশর্ত ভাবে
৮। আপনাকে সাহায্য করে
৯। আপনাকে অনুপ্রানিত করে
১০। কদাচিত আপনাকে বিচার করে তবে করে যথাযথ
১১। আপনার গোপন কথা গোপনে রাখে
১২। আপনি যেই হন আপনাকে ভালবাসে
১৩। আপনাকে ভাল রাখতে চায়
১৪। কখনও আপনাকে ত্যাগ করেনা
১৫। আপনার জন্য তার দরজা সব সময় খোলা
১৬। আপনি আরও ভাল থাকবেন এ জন্য জোর তাগিদ দেয়
১৭। আপনার ভয় প্রশমিত করে
১৮। আপনার আত্ম বিশ্বাস পুন স্থাপিত করে
১৯। আপনার আনন্দ আর বেদনার অংশীদার হয়
২০। আপনাকে সত্যিটা বলে।
২১। আপনাকে বোঝে
২২। আপনাকে মুল্য দেয় ।
২৩। আপনার জন্য শ্রেষ্ঠ টা কামনা করে
২৪। আপনার কাছ থেকে সব চেয়ে উত্তম টা কামনা করে
২৫। আপনাকে বাস্তব জগতে আনে
২৬। যা ভুল সেখানে যেতে বাধা দেয়।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়