Dr. Aminul Islam

Published:
2021-12-19 23:45:50 BdST

আঙ্গুল ফুলেছে কিন্তু হয়নি কলা গাছ : ১৫ কারণ


লেখক

 

অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
_________________

আঙ্গুল ফুলেছে কিন্তু হয়নি কলা গাছ । ১৫ কারণ।

১। তরল হয়েছে জমা। টিস্যুতে , হাড়ের গিঁটে । পিঙ্কি হয়েছে ফুলো ফুলো । রিং পরাতে গিয়ে । নয়ত খুব নোনা খাবার খেয়ে। তবে অনেক সময় আঙ্গুল ফুললে শঙ্কাও আছে।

২। খুব গরমে ব্যায়াম।

৩। আঘাত লেগে

৪। জীবাণু সংক্রমণ

৫। আরথ্রাই টিস।
রিউমাটয়েড আরথ্রাইটিস , সরিয়াটিক আরথ্রাইটিস।

৬। গেঁটে বাত

৭। ওষুধ

৮। কারপেল টানেল সিনড্রোম । কব্জির এক সুড়ঙ্গে যার নাম কারপেল টানেল এতে স্নায়ু চিপে গেলে হয় এমন ।

৯। ট্রিগার ফিঙ্গার ।
আঙ্গুল সোজা করলে বা বাকালে ট্রিগার টিপার মত শব্দ হয়। আঙ্গুল ও ফুলতে পারে।

১০। কিডনির রোগ

১১। গর্ভবতী হলে

১২। রক্তের রোগ সিকল সেল ডিজিজ। লোহিত কনিকা দেখতে হয় কাস্তের মত। হাতের আঙ্গুল ফুলে আর ব্যাথা হয়।

১৩। লিম্ফে ডেমা । আমাদের লসিকা রস ঠিক মত নিষ্কাসন না হলে।

১৪। রেনডস ডিজিজ । আংগুলে রক্তনালিতে সমস্যা।

১৫। স্ক্লেরডারমা । ইম্মুন ব্যবস্থার রোগ ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়