Dr. Aminul Islam

Published:
2021-12-15 09:39:47 BdST

জীবন সংগ্রামী গাইনি চিকিৎসকের কন্যাই মায়ের অনুপ্রেরণায় ব্রহ্মান্ড সুন্দরী


 


সংবাদ সংস্থা

____________________

হারনাজের মা গাইনি চিকিৎসক। তার মা দীর্ঘ লড়াকু জীবন সংগ্রাম করে চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠা করেন নিজেকে। অল্প বয়েসে সন্তান হয় তরুণী মেডিকেল শিক্ষার্থীর। সেই কন্যা অাজ ব্রহ্মান্ড সুন্দরী। মায়ের অনুপ্রেরণাই হারনাজকে সাফল্য এনে দিয়েছে।
২১ বছরের দীর্ঘ অপেক্ষার পর সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর মুকুট ফিরল ভারতে। ইসরায়েলে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭০তম এডিশনে ভারতের মুখ উজ্জ্বল করলেন চণ্ডীগড়ের মেয়ে মডেল ও অভিনেত্রী হারনাজ সান্ধু। সুস্মিতা সেন, লারা দত্তের পর তৃতীয় ভারতীয় সুন্দরী হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন হারনাজ।

২০১৭ সালে হারনাজ মডেলিং শুরু করেন। তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তরের শিক্ষার্থী। এর আগে ২০১৯ সালে অনুষ্ঠিত ফেমিনা মিস ইন্ডিয়া পাঞ্জাবে বিজয়ী হয়েছিলেন তিনি। হারনাজের মা গাইনি চিকিৎসক। তার অনুপ্রেরণাই হারনাজকে সাফল্য এনে দিয়েছে। হারনাজ একাধারে হিন্দি, পাঞ্জাবি ও ইংরেজি ভাষায় দক্ষ। তিনি পাঞ্জাবি ভাষায় শের লিখতে ভালোবাসেন। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হয়েছেন যথাক্রমে প্যারাগুয়ে ও দক্ষিণ আফ্রিকার দুই সুন্দরী। শীর্ষ তিন রাউন্ডের অংশ হিসেবে প্রতিযোগীদের জিজ্ঞাসা করা হয়েছিল, আজকের তরুণ সমাজ যে চাপের মুখোমুখি হচ্ছে, তা মোকাবিলায় আপনি কী পরামর্শ দেবেন? এ বিষয়ে হারনাজ বলেছিলেন, ‘সবার আগে নিজের ওপর বিশ্বাস স্হাপন করতে হবে। অন্যদের সঙ্গে নিজের তুলনা করা বন্ধ করতে হবে। হতাশা থেকে বেরিয়ে আসতে হবে। নিজের অধিকার নিয়ে কথা বলতে হবে। কারণ যে কোনো ব্যক্তিই তার জীবনের নেতা। আমিও নিজেকে বিশ্বাস করতাম। তাই আমিও আজ এখানে দাঁড়িয়ে আছি।’

এদিন মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজকদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে সেই সোনালি মুহূর্ত, যেখানে ২০২১ সালের মিস ইউনিভার্সের বিজয়িনীর নাম ঘোষণা করা হচ্ছে। হারনাজের মাথায় এদিন মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা। মঞ্চে সোনালি স্লিভলেস গাউনে ঝলমল করলেন হারনাজ, হিরা খচিত মিস ইউনিভার্সের মুকুট তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিল। এর আগে ২০০০ সালে এই খেতাব জিতেছিলেন পাঞ্জাবের লারা দত্ত। আর ১৯৯৪ সালে খেতাবটি পেয়েছিলেন বাঙালি সুস্মিতা সেন। হারনাজ তৃতীয় ভারতীয় হিসেবে এই খেতাব জিতলেন। রবিবার দিবাগত রাতে ইসরায়েলের এইলাটে বসেছিল ৭০তম মিস ইউনিভার্সের আসর। সেখানেই প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা ও দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পেছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন পাঞ্জাবের ২১ বছরের এই তরুণী। —টাইমস অব ইন্ডিয়া

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়