Dr. Aminul Islam

Published:
2021-12-03 00:07:19 BdST

আলকাতরার মত ফুসফুস


 

অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
________________

ফুস ফুস কালো কি কালো ! একেবারে আলকাতরার মত ।
কৃষ্ণ বর্ণ ফুস্ফুস । কি করে হাঁটব । শ্বাস নিতে পারিনা । এতো মানুষ । এতো ভিড় । পা ফেলতে পারছিনা । অই যে ইটের ভাটা । ধুম বেরুচ্ছে । আর গাড়ি এত গাড়ি । কালো ধোঁয়া বেরুচ্ছে । অই যে নোংরা ড্রেন , পলিথিন ্‌ আচারের বাক্স , সিগারেটের বাক্স । ভেসে যেতে পারছে না । আটকে আছে । কি গন্ধ ! পচা। ফুট পাথ এর মধ্যে ম্যান হোল দেখে শুনে হাটতে হবে।
কোথায় যাব । কোথায় পাব অক্সিজেন ! সিলিন্ডারের নাক মুখ লাগিয়ে বসে থাকব ?
কে যেন বল্ল ফুস্ফুসে কালো দাগ হচ্ছে । এই বার হবে অসুখ । ডাক্তার সাহেব কি করবেন । গাড়ির কালো ধোঁয়া কি করে কমাবেন ? আর আমরা কি ঘর বন্দী হব ? খাব কি গো ?
মতিঝিল। হরেক রকম দোকান । ফুট পাথেই পন্যের পসরা । অদিকে রূপ ঝিল রেস্তরা । অনেক পুরনো । ক্রেতা বিক্রেতার হাকা হাকিতে কান ঝালা পালা। বিকট শব্দে ছুটছে ট্রাক , বাস, গাড়ি টেম্পো দুরন্ত । উপরে তাকান । সংযোগ তারের জঞ্জাল । গাড়ি পার্ক করতে পারছে না ।
মহানগরী তে যন্ত্রণা । অদিকে খোলা ময়লার বিশাল বাক্স ভন ভন করছে মাছি আর নাক টিপে রাখতে হচ্ছে এত পচা গন্ধ ।
অই কাছেই বস্তি , ঝুপড়ি এর মধ্যে রান্না চলছে , কেউ শুয়ে কেউ কাজে একটা ঝুপড়িতে সবাই শোয় । যত্র তত্র বাচ্চারা , এরা জানেনা কয়জন। কি খাচ্ছে খুটে খুটে । কেউ দেখেনা । দুই টি বাচ্চা দুধ খাচ্ছে দুই স্তনে। এর মধ্যে সালন রাধছে মহিলা।
অই দিকে ইট ভাঙ্গা চলছে । মেয়েরা করছে । স্বামী হয়ত রং মিস্ত্রি বা রিক্সা অলা।
বাচ্চারা ঘুরে ফিরেএটা সেটা খেয়ে বড় হচ্ছে ।কেউ হয়ত মাদক ব্যবসায়ির মাদক বাহক হচ্ছে । মাঝে মধ্যে নিজেরা ফু দেয় মাদকের সিগারে । একদিন হবে সন্ত্রাসি । এদের ব্যবহার করবে কেউ ।
দেখবে কে সময় কই।
ঝুপড়ির লোকদের সরাবার পরিকল্পনা হচ্ছে কিছু সরানো হয়েছে। তবু রয়ে গেছে । এতো লোকের আনাগোনা এত আবর্জনা সব কি করে তাড়া তাড়ি বদলানো যায় ।
পানি জমার সমস্যা গেলনা । একটু বৃষ্টি হলে নালা উপচে জল আসে রাস্তায় , ডুবে যায় সব।
পানীয় জল সবাই পাচ্ছে না , অনেক সময় দুষিত পানি।
আর গ্যাসের সমস্যা আছে । কমছে না।
এরপর বেআইনি নির্মাণ চলছে । সরকারী নির্মাণের কথা বলছিনা। জমি দখল হচ্ছে আর নদীর ভেতর পর্যন্ত নির্মাণ চলে যাচ্ছে ।যারা করছেন এরা মহা শক্তিমান । ধরা ছোঁয়ার বাইরে।
এখন এমন ঢাকা কবে বদলাবে ? প্রতিদিন এই নগরীতে লোক জন আসছে ।
কবে পাব পরিচ্ছন্ন ঢাকা জানিনা ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়