Dr. Aminul Islam

Published:
2021-10-12 18:38:11 BdST

মুসার  ৮২ মিলিয়ন ডলার ও  টাঙ্গাইলে ৩ লাখ একর জমির দাবি সবই ভুয়া : ডিবি


 

সংবাদদাতা
_________________
মুসা বিন শমসের একজন অন্তঃসারশূন্য ও রহস্যময় মানুষ। তিনি যে অঢেল সম্পদের মালিক দাবি করেন তা ভুয়া বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ মঙ্গলবার ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় ডিবি উত্তরের যুগ্ম-কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, 'মুসা বিন শমসের দাবি করেন সুইস ব্যাংকে তার ৮২ মিলিয়ন ডলার আছে। টাঙ্গাইলে ৩ লাখ একর জমি আছে। গাজীপুরে এক হাজার একর জমি আছে। কিন্তু আমাদের কাছে সবই ভুয়া মনে হয়। গুলশানে তার একটি বাড়ি আছে সেটিও তার স্ত্রীর নামে।'

তিনি আরও বলেন, ' আবদুল কাদেরের সঙ্গে মুসা বিন শমসের গভীর সম্পর্ক আছে। কাদের মুসা বিন শমসেরের বিভিন্ন সম্পদের কথা বলে অসংখ্য মানুষের সঙ্গে প্রতারণা করেছেন।'

জিজ্ঞাসাবাদ শেষে বের হয়ে মুসা বিন শমসের গণমাধ্যমের সামনে বলেন, 'আমার সঙ্গে কেউ ছবি তুললে আমি তো আর না করতে পারি না। আমার সঙ্গে প্রতারাণা করা হয়েছে। আমি প্রতারণার মামলা করবো।'


প্রায় সাড়ে তিন ঘণ্টার বেশি সময় তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার ছেলে ও স্ত্রী সঙ্গে ছিলেন।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়