Dr. Aminul Islam

Published:
2021-10-05 15:55:13 BdST

মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অগ্রাধিকার হওয়া উচিত গবেষণা ,শিক্ষাদান আর রেফার্ড রোগী দেখা


 

অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
______________________

চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অগ্রাধিকার হওয়া উচিত গবেষণা ,শিক্ষা দান আর রেফারড রোগী দেখা ওয়ার্ডে আর সীমিত সময়ে হাসপাতালে রেফার করা প্রাইভেট প্রাকটিস ( পূর্ব এপয়েনটমেন্ট মোতাবেক )এ হবে একাডেমিক হাসপাতাল।উচ্চ শিক্ষা উন্নত প্রযুক্তি স্থানান্তর হতে পারে উন্নতদেশের সাথে , আমাদের দেশের আর বিদেশের শিক্ষক বিশেষজ্ঞদের আসা যাওয়া আর টেকনোলজি ট্রান্সফার এর মাধ্যমে। এসব হতে পারে স্যাবা টি ক্যাল। আমাদের দেশের অনেক নামকরা শিক্ষক গবেষক আছেন বাইরে । গবেষণা আর প্রযুক্তি উন্নয়নে এরা অবদান রাখতে পারেন তাদের যদি অনুরোধ করা হয়।
বিশ্ব বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি বছর পারফর্মেন্স টেস্ট করা উচিত , পোষ্ট গ্র্যাজুয়েট ছাত্র ছাত্রীর গবেষণা ত ত্বাব ধান , বিদেশ থেকে রিসার্চ ফান্ড আনা র পরিমান , , গবেষণা পত্র প্রকাশ , আন্তর্জাতিক অধিবেশনে পেশ। সে অনুযায়ী মুল্যায়ন করা উচিত।ইউ জি স্যার বিশেষজ্ঞ কমিটি আর তিনজন বিদেশি

বিশেষজ্ঞ এই মুল্যায়ন করা উচিত।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়