Dr.Liakat Ali

Published:
2021-09-20 18:39:42 BdST

ক্লাসে আলবার্ট আইনস্টাইনের অঙ্কে ভুল, হাসির ফোয়ারা এবং আইনস্টাইনের শিক্ষা


লেখক

 

 


অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
___________________

আপনি খুব সফল হলেও সমাজ আপনার ক্ষুদ্র ভুল নিয়ে উপহাস করবে।
আপনার স্বপ্ন বিরূপ সমালোচনার কারণে নষ্ট করবেন না। যে কোন ও ভুল করে না সে হল সেই ব্যক্তি যে কোন কিছুই করে না ।

একটা সত্যি কাহিনি বলি আলবার্ট আইনস্টাইনকে নিয়ে

একদিন তিনি ক্লাসে এসে বোর্ডে লিখলেন
9x1 9
9x2 18
9x3 27
9x4 36
9x5 45
9x6 54
9x7 63
9x8 72
9x9 81
9x10 91

হঠাৎ হলে বিরাট হট্টগোল কারণ আলবার্ট আইনস্টাইনের ভুল। ঠিক হল 9x10=90। তাই সারা ক্লাসে শিক্ষার্থীরা তাকে নিয়ে হাস্য পরিহাস করতে লাগল। আলবার্ট আইনস্টাইন অপেক্ষা করতে লাগলেন , একসময় হট্ট গোল বন্ধ হবার পর তিনি বললেন: যদিও আমি নয়টি প্রশ্নের সঠিক উত্তর দিলাম কেউ আমাকে অভিনন্দন জানাল না কিন্তু যখন আমি একটা মাত্র প্রশ্নের উত্তর ভুল করলাম সবাই হাস্য পরিহাস শুরু করল ।
এর মানে একজন খুব সফল হলেও সমাজ তার ক্ষুদ্র একটি ভুল হলে একে নিয়ে উপভোগ করবে।
এর মধ্যে যে নীতিকথা তা হল বিরূপ সমালোচনা যেন আপনার স্বপ্নকে নষ্ট না করে , যে মানুষ কোন ও ভুল করে না সে হল সেই ব্যক্তি যে কিছুই করে না।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়