SAHA ANTAR

Published:
2021-09-13 21:22:57 BdST

ড. সালাম যে কারণে অর্ধেন্দু গঙ্গোপাধ্যায়কে বলেছিলেন, "এই পুরষ্কার স্যার আপনার , আমার নয়"


 

অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
________________________


ছাত্র শিক্ষক সম্পর্ক

১৯৭৯ সালে নোবেল পুরস্কার পাবার পর আব্দুস সালাম ভারতীয় সরকারকে অনুরোধ করলেন তার অধ্যাপক অর্ধেন্দু গাঙ্গুলিকে খুঁজে দিতে যিনি তাকে দেশভাগের আগে অঙ্ক শিখিয়েছেন লাহোরে সনাতন ধর্ম কলেজে ।
তাকে তার শিক্ষকের সাথে দেখা করার জন্য দু বছর অপেক্ষা করতে হল , শেষ পর্যন্ত তিনি এলেন ভারতে ১৯৮১ সালে তার শিক্ষকের সঙ্গে দেখা হল , ইতিমধ্যে তিনি কলকাতা চলে এসেছিলেন দেশ ভাগের পর।
ড সালাম যখন তার বাসায় এসেছেন তার সাথে দেখা করার জন্য।
অধ্যাপক গাঙ্গুলি খুব দুর্বল হয়ে পড়েছিলেন , তার উঠে বসতে কষ্ট হচ্ছিল যে তিনি তাকে অভ্যর্থনা জানাবেন ।
ড সালাম তার নোবেল পুরষ্কার হাতে নিয়ে বললেন, " স্যার , এই নোবেল হল আপনার শিক্ষা দান আর গণিতের প্রতি যে ভালবাসা আমার হৃদয়ে প্রোথিত করেছেন, এদের ফলাফল। "
এর পর তিনি এই মেডেল তার শিক্ষকের গলায় পরিয়ে দিলেন আর বললেন , " এই পুরষ্কার স্যার আপনার , আমার নয়।"
এ হল শিক্ষকের প্রতি চূড়ান্ত শ্রদ্ধার অর্ঘ যা দেশের সীমান্ত অতিক্রম করে একজন গুরুর কাছে এসে পৌছল ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়