SAHA ANTAR

Published:
2021-08-31 18:50:31 BdST

এক হাজার বছর গভীর ঘুমিয়ে থাকার পর যদি হঠাৎ ঘুম ভাঙে, কোন প্রশ্নটি করবেন: জরিপে পাওয়া কিছু জবাব


 

রাজিক হাসান
___________________

"সাকি সারাব খানে মে কেয়া কুছ বাকি হে ত ওভি মুঝে দে দে।।
পাতা চালা হাজার সাল বিগ গায়া।"

কয়েক বছর আগে লন্ডনের এক পত্রিকার অনলাইন পেজে পড়েছিলাম, নিরবচ্ছিন্ন ভাবে এক হাজার বছর গভীরভাবে ঘুমিয়ে থাকার পর যদি হঠাৎ ঘুম ভাঙে, তারপর জেগে উঠে কোন প্রশ্নটি সবার আগে তোমার মনে জাগবে?

বিপুল সাড়া পড়েছিল পাঠকদের ভেতর। তারা মজার মজার সব উত্তরও দিয়েছিল মন্তব্যে। তার ভেতর থেকে কয়েকটি উত্তর উল্লেখ করছি --

১। এখনো কি ব্রিটেনের রাজতন্ত্র টিকে আছে? রাজা কে?
২। সুজানা , কোথায় তুমি ? চা দেবার সময় হলো তো !
৩। ওহ, বড্ড দেরি হয়ে গেল, কটা বাজে এখন, ট্রেন ধরতে হবে ?
৪। বাইডেন নাকি ট্রাম্প কে জিতলো শেষতক ?
৫। মানুষে মানুষে সাম্য ফেরেনি কি এখনো?
৬। পৃথিবীতে কি' ক্ষুধা ' এখনও টিকে আছে ?
৭। গাড়ির জ্বালানি হিসেবে মানুষ কী ব্যবহার করে?
৮। নিউক্লিয়ার বোম্বগুলো কি এখনও তাজা আছে?
৯ । ডার্লিং, বিয়ের তারিখ কি পেরিয়ে গেছে ?
১০। মানুষ কি এখনও ফুটবল ভালোবাসে?
১১। পিঙ্ক ফ্লয়েড এর মিউসিক সিডি কোথায় পাওয়া যাবে?
১২। বিবাহ প্রথা কি এখনও আছে টিকে?
১৩। চাঁদে কি পছন্দের একটি প্লট পাওয়া যাবে?
১৪। মানুষ কি আজও শেক্সপিয়র পড়ে?
১৫। মানুষ কি আজও প্রেমের আগুনে পোড়ে?

প্রায় হাজার দেড়েক উত্তর জমা পড়েছিল কমেন্ট বক্সে। মানুষের অদ্ভুৎ সব ভাবনার বহুরূপ প্রতিফলন যেন তা। বিচিত্র মানুষ , বিচিত্রতর মন তাদের। কৌতুক করে তাই বলা যেতেই পারে - ঘুমুতে যাবার আগে যে যা ভেবেছে , ঘুমভেঙ্গে সে প্রসঙ্গই তার মনে এসেছে প্রথম।

সবচে আগ্রহব্যঞ্জক মনে হয়েছিল যে উত্তরটা সেটি দিয়েছিলেন এক ভবঘুরে টাইপের তরুন। সে বলেছিল -

" আশ্চর্য ব্যাপার, ধর্মান্ধরা কি পৃথিবীতে এখনো টিকে আছে?"

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়