Dr.Liakat Ali

Published:
2021-08-12 20:14:58 BdST

অতিমারী ঠেকাতে ডা জাফরুল্লাহ চৌধুরীর আমলা-প্রেসক্রিপশন



ডেস্ক

অতিমারী করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করতে আমলাদের রাস্তায় নামানোর প্রেসক্রিপশন দিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, ‘আমলাদের সচেতনতার কাজে ব্যবহার করুন। তাঁদের বসিয়ে বসিয়ে আর কত দিন বেতন খাওয়াবেন। বুধবার দুপুরে কারওয়ান বাজার এলাকায় গণসচেতনতা ও মাস্ক বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।


জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, করোনা পরিস্থিতি আরও ক্ষতির দিকে যাচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে ডেঙ্গু। প্রতিদিন কয়েক শ লোক হাসপাতালে ভর্তি হচ্ছে।
তিনি বলেন, তারা একে অপরকে দোষারোপ করছে। গণটিকা কার্যক্রমে বিশৃঙ্খলা হচ্ছে এবং তাতে করোনার বিস্তার আরও বাড়ছে।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশের ৫০ শতাংশ মানুষের মাস্ক না পরা সরকারের বড় ব্যর্থতা। করোনা প্রতিরোধে শিক্ষার্থীরা মানুষকে সচেতন করতে পারবে। সে কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়