Dr.Liakat Ali

Published:
2021-08-07 18:38:12 BdST

বিশ্ব জুড়ে অবাক আজব সব স্কুল


অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
______________

বিশ্ব জুড়ে অবাক আজব সব স্কুল

১। নাইজেরিয়া লাগোসে ভাসমান স্কুল
সব বয়সীদের । ১০০ জন শিক্ষার্থী ধারন করতে পারে। আছে অনেক ক্লাস রুম আর খেলার জায়গা, প্রতিকুল আবহাওয়াতে ও স্কুল চলে।

২। ডেনমার্ক কোপেনহেগেনে স্কুল একটি কিউবে ।
১১০০ জন ধারনক্ষম হাই স্কুল এর কোন ভেতরের দেয়াল নাই।
জিমনাসিয়ামের মত অবয়ব।

৩। অস্ট্রেলিয়ার শিক্ষার্থী বান্ধব স্কুল
এর দৃষ্টিভঙ্গি ছাত্রদের অভিরুচি অনুযায়ী । খুব ছোট গ্রুপে ক্লাস ।
ছাত্ররা তাদের শিক্ষা পদ্ধতি নিজেরা বেছে নিতে পারে অভিভাবক আর শিক্ষকের সহায়তায়।

৪। হাতে কলমে শেখা স্কুল। রোড আইল্যান্ড আমেরিকা
খুব ছোট বেলা থেকে ছাত্রদের উৎসাহিত করা হয় কি শিখবে আর কি হবে ভবিষ্যতে তা বেছে নিতে এরপর তাদের একজন মেনটরের সঙ্গে দেয়া হয় সেখানে কাজ শেখে হাতে কলমে।

৫। অফিস স্কুল ওহাইও আমেরিকা।
সেই স্কুলের ৩০০ জন ছাত্রের প্রত্যেকে বসে নিজস্ব কিউবিকলে । আছে নিজস্ব কম্পিউটার যা তাদের কে নিজস্ব শেখার প্লানের মধ্য দিয়ে নিয়ে যায় , নিজেরাই শেখে আটকে গেলে শিক্ষকের সাহায্য নেয়।

৬। বিপজ্জনক জিনিষের স্কুল । সান ফ্রান্সিসকো , ক্যালিফরনিয়া আমেরিকা।
বাচ্চাদের যে সব নিষেধ করেন মা বাবা সে সব জিনিষ সে সব করতে দেয়া হয় সেই স্কুলে। নোংরা করতে , আগুন নিয়ে খেলতে , গেরস্থালি জিনিষ ভেঙ্গে ফেলতে দেয়া হয়।

৭। স্টকহোম , সুইডেনে জেন্ডার নিউটরাল স্কুল।
সেখানে জেন্ডারের বালাই নাই । সব নিউটরাল।

৮। সুইডেনে স্টকহমে
ব্রাইট প্রাথমিক স্কুল। প্রচলিত পাঠাগার নাই। আছে মাল্টি ইউজ লার্নিং করিডোর ।

৯। সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া সিলিকন ভেলি স্কুল
৪-১৪ বছর বয়সিদের। উপস্থিতি রেকর্ড করে আই প্যাডে আর কাজ করে প্লে লিস্ট অনুযায়ী ।

১০ অ্যামস্টারডাম নেদারল্যানডস এ সটিভ জব স্কুল
প্রত্যেক শিক্ষার্থীর ব্যাক্তিগত অভিরুচি অনুযায়ী শেখা । তাদের দক্ষতা , মেধা আর প্রতিভার মূল্যায়ন ।

১১। নিউ ইয়র্ক আমেরিকা কম্পেশন এন্ড ক্রিয়েটিভিটি স্কুল ।
খেলার মাঠের মত স্কুল। সহানুভুতি আর সৃজন শীলতা হলো মুল ড্রাইভিং ফোর্স স্কুলের। এতে তাদের নতুন জিনিষ শেখার আগ্রহ হয়।

১২। স্টক হোম সুইডেনে মাউনটেন এন্ড কেভ স্কুল ।
পাহাড় , গুহা আর বৃক্ষে সাজানো । একাদেমিক কাজ করে ছাত্ররা কম্পিউটারে ।; শেখার মধ্যে ও আছে নৃত্য , শিল্প আর মিউজিক।

১৩। ক্যানাডা টরেন্টো স্কুল উইথ নো সাবজেক্ট

ছাত্র আর শিক্ষকের মধ্যে সীমা রেখা নাই। ছাত্রদের জোর করে শেখান নয় বরং পরামর্শ দেয় আর দেখা , শেখার জন্য জোর নাই সে কিভাবে স্কুল এ কাটাবে নিজ ইচ্ছা , হোম ওয়ার্ক নাই , পরীক্ষা নাই।

১৪/ । গ্রিন স্কুল ফ্রান্স ।
লনে প্রান্তরে স্কুল। ঘরের বাহিরে সবুজের মধ্যে স্কুল।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়