Dr. Aminul Islam

Published:
2021-07-29 17:25:46 BdST

'একসঙ্গে একাধিক টিকা নেওয়ার গল্প রটিয়ে পাকিস্তানস্টাইলে টিকাদান কর্মসূচি ভন্ডুলের ষড়যন্ত্র চলছে '


পাকিস্তানে পোলিও টিকা ভন্ডুল করতে কুসংস্কার আন্দোলন এতটাই ব্যাপকতা ছড়ায় যে, সরকার ব্যাপক ধরপাকড় চালিয়ে ও এই জঙ্গি জেহাদিদের দমনে ব্যর্থ হয়। তেমনই এক জঙ্গি জেহাদিকে পাকিস্তানি পুলিশ কর্তৃক গ্রেফতারের ফাইল ছবি  Daily Donডন পত্রিকা থেকে। 


ডা.আমিনুল ইসলাম
_____________________

বিশ্বব্যাপী মহাব্যাধি দুর্যোগ অতি মারী করোনার প্রতিরোধের জন্য মহা জরুরি ভ্যাকসিনপশন বা টিকা নেওয়া।
বর্তমানে বাংলাদশেও জোরদার ভাবে টিকা কর্মসূচি চলছে সার্বজনীনভাবে।
আলহামদুলিল্লাহ।
কিন্তু এই টিকাদান কর্মসূচিকে ভন্ডুল করার জন্য নানামুখী স্যাবোটাজ চলছে।
এ বিষয়ে সরকার ও স্বাস্থ্য সেবা বিভাগকে অতি সাবধান হওয়া জরুরি।
গনটিকাদানকে ভন্ডুল করতে একদল স্যাবোটাজ জঙ্গী মাঠে তৎপর বলে প্রতীয়মান হচ্ছে।
এরা একসঙ্গে একাধিক টিকা নেওয়ার গল্প রটিয়ে বিষয়টি ভন্ডুল করতে চাইবে। সাধু সাবধান।
পাকিস্তানে পোলিও টিকা নিয়ে এরকম গল্প কাহিনি রটিয়েছিল সে দেশের জঙ্গিরা। তারা শত শত টিকাদান কর্মীকে হামলা খুনও করেছে।

নোবেলবিজয়ী ড. ইউনূসের মত বিখ্যাত
একজন মেগসেসে পুরস্কার বিজয়ী মানবসেবীকে পাকিস্তানি টিকা বিরোধী জঙ্গী গোষ্ঠী অগ্নিতে পুড়িয়ে লাশ বানিয়েছে। যার ফলে পাকিস্তানে পোলিও টিকা ভন্ডুল হয়ে গিয়েছিল। পাকিস্তান আফগানিস্তানে এখন পোলিওর শিকার শিশু লাখ লাখ।

বাংলা দেশেও সেরকম ষড়যন্ত্র চলছে কিনা, আইন শৃঙ্খলা বাহিনী র নজর কামনা করি।
এরা এতটাই জঙ্গি জেহাদি মনস্ক যে, এক সঙ্গে একাধিক টিকা নিয়ে টিকাদান কর্মসূচির বিষয়টিকে খেলো বা হেয় প্রতিপন্ন করতে তৎপরতা চালাতে পারে।
এ বিষয়ে স্বাস্থ্যসেবা কর্মীদের অতি সতর্ক হওয়া দরকার।

সাম্প্রতিক কিছু কাহিনি সমাজে রটনার ঘটনা ঘটছে।
একশ্রেণীর লোক রটাচ্ছে যে, তারা এক সঙ্গে একাধিক টিকা নিয়েছে। তাদের কিছু হয় নি।
সমাজে সর্বস্তরে এখন প্রবল চাহিদা তৈরি হয়েছে। জঙ্গি জেহাদি দের গুজব গজব প্রচার চললেও সারাদেশের মানুষ টিকা নিতে চাইছেন।
এই সময়ে কথিত করোনার গায়েবী স্বপ্নবাজ খোয়াব নামা জঙ্গিরা নতুন ষড়যন্ত্র করে চলছে।
ডাক্তার সমাজ, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা সকলকে সাবধান হতে অনুরোধ রইল।
এই ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্নভিন্ন করে দেওয়া দরকার।

 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়