ডেস্ক

Published:
2021-07-24 17:23:38 BdST

ফকির আলমগীরের মহাপ্রয়াণ, একটি যুগের অবসান


 

ডা. গুলজার হোসেন উজ্জ্বল
রক্ত রোগ বিশেষজ্ঞ
বিশিষ্ট সঙ্গীতশিল্পী
______________________
ফকির আলমগীর চলে গেলেন একটি যুগের অবসান ঘটিয়ে৷ গণসংগীতে এমন জৌলুসময় ক্যারিয়ার আমাদের দেশে আর নেই, হবেও না হয়ত। উনি নিজেই ছিলেন একটি ভিন্ন জনরা।

তাঁর উত্থান বাঙ্গালি জাতিসত্তার উত্থানের হাত ধরে৷ ৬৬ থেকে শুরু। ৬৯ এও উত্তাল ছিলেন গান নিয়ে। ৭১ এ ছিলেন শব্দ সৈনিক।

স্বাধীন বাংলাদেশে রক মিউজিকের অন্যতম স্থপতি হয়ে ছিলেন স্পন্দনে। এরপর নিজের দল 'ঋষিজ'।

তার গান মূলত ফোক-রক-ফিউশন। বিষয়বস্তুর দিক থেকে গণসংগীত। এই ধারায় তিনি বাংলাদেশে এক এবং অদ্বিতীয় ছিলেন।

ফকির আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর। বিএসইসির পরিচালক ছিলেন। যদিও নিজের পেশাগত পরিচয় তিনি কখনই তেমন একটা বলতেন না৷

কিশোর বয়সে বিভিন্ন অনুষ্ঠানে আমি ফকির আলমগীরের 'ও সখিনা' গানটি গাইতাম। আমার গান বাজনার জীবনে তিনি আমার অন্যতম আইডল ছিলেন।

আপাদমস্তক শিল্পী ফকির আলমগীর এর মহাপ্রয়ানে তাকে গভীর শ্রদ্ধা জানাই।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়