Dr.Liakat Ali

Published:
2021-07-23 19:47:38 BdST

চোখে কাজল দেয়ায় গৃহকর্মীকে নির্যাতন, রফিক কোম্পানির স্ত্রী ডা. নাহিদা গ্রেফতার


 

সংবাদ দাতা
______________________

 

কিশোরী গৃহকর্মী শুধু গৃহকর্ত্রীর কাজল নিয়ে দিয়েছিল নিজের চোখে। নিজেকে নয়ন ভরে দেখা আর গৃহকর্মীর হয় নি। বরং এই কাজল-অপরাধে
টানা পাঁচ দিন ধরে আটকে রেখে নির্যাতন কর হয়েছে তাকে। এই অভিযোগে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে নাহিদা আক্তার রেনু (৩৪) নামে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ২২ জুলাই বেলা ১২টার দিকে থানার মোহরা এলাকায় ওই চিকিৎসককে শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ডা. নাহিদা মোহরার বালুরটাল এলাকার বাসিন্দা ইউনুস কোম্পানির পুত্র রফিকুল কোম্পানির স্ত্রী। তিনি চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের ১০ নম্বর রোডের একটি বাসায় থাকেন।

এক বছর আগে থেকে ডা. নাহিদার বাসায় কাজ করেন ১৫ বছর বয়সী কিশোরী তসলিমা নাসরিন। বিভিন্ন সময় তাকে নির্যাতন করত ডা. নাহিদা৷ গত ১৮ জুলাই তসলিমা নাসরিন তার চোখে ডা. নাহিদার কাজল ব্যবহার করে। বাসায় ফিরে নাহিদা তা দেখতে পেয়ে কিশোরী তসলিমার ওপর নির্যাতন শুরু করে এবং টানা পাঁচ দিন আটকে রেখে বিভিন্নভাবে নির্যাতন করে। একপর্যায়ে একটি সেলুনে গিয়ে তার মাথার চুলও ফেলে দেয়া হয়।

এদিকে গতকাল (বৃহস্পতিবার) ভুক্তভোগী তসলিমা নাসরিনের বাবা তার কন্যার সঙ্গে দেখা করতে আসে। কিন্তু ডা. নাহিদা তাকে দেখতে দেয়নি। এরই মধ্যে জানালার ফাঁকে মেয়েকে আটকে রাখতে দেখে তার বাবা। সঙ্গে সঙ্গে তিনি চান্দগাঁও থানায় এসে ঘটনাটি পুলিশকে জানায়। পুলিশ অভিযান চালিয়ে অভিযোগের কয়েক ঘণ্টার মাথায় ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্ত চিকিৎসক ডা. নাহিদাকে গ্রেফতার করে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান মিডিয়াকে বলেন, ‘ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্ত চিকিৎসককে ভুক্তভোগী কিশোরীর বাবার দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবারআদালতে প্রেরণ করা হচ্ছে।’

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়