Dr.Liakat Ali

Published:
2021-07-23 18:03:45 BdST

বিষ,ভয়,ঈর্ষা,ক্রোধ ও ঘৃণাকে যেভাবে খোলনলচে উল্টে পাল্টে সংজ্ঞায়িত করলেন পার্সি কবি রুমি



অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
________________

পারস্য দেশের কবি রুমি কিছু কথা বলেছেন

১। বিষ কি?
যে কোন জিনিষ যা প্রয়োজনের চেয়ে বেশি হতে পারে। ক্ষমতা , ধন , ক্ষুধা , অহংকার , লোভ , আলস্য , ভালবাসা , আকাঙ্ক্ষা ,কারো প্রতি ঘৃণা

২। ভয় কি ?
অনিশ্চয়তাকে গ্রহন না করা । অনিশ্চিতকে গ্রহন করলে তা হয়
এডভেঞ্চার ।

৩। ঈর্ষা কি ?
অপরের মধ্যে ভাল জিনিষ গ্রহণ না করা । একে গ্রহণ করলে তা হয় অনুপ্রেরণা ।

৪। ক্রোধ কি ?
আমাদের নিয়ন্ত্রণে নাই এমন জিনিষ গ্রহণ না করা । আর একে গ্রহণ করলে তা হয় ধৈর্য

৫। ঘৃণা কি ?
যে ব্যক্তি যে রকম সে ভাবে তাকে গ্রহন না করা । নিঃশর্ত ভাবে সে ব্যক্তিকে গ্রহন করলে তা হয় ভালবাসা ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়