ডেস্ক

Published:
2021-07-14 19:50:49 BdST

কবি আবুল হাসানের জীবনভিত্তিক ডকু-ফিকশন 'ঝিনুক নীরবে সহো' এখন বাংলাদেশের সাহিত্যের সবচেয়ে আলোচিত প্রসঙ্গ


 

আনন্দ হাসান
____________________


কবি আবুল হাসানের জীবনভিত্তিক ডকু-ফিকশন

ঝিনুক নীরবে সহো এখন বাংলাদেশের কথাসাহিত্যের সবচেয়ে আলোচিত প্রসঙ্গ। বাংলা দেশের ঢাকা কেন্দ্রিক কথাসাহিত্যে এ ধরণের এক্সপেরিমেন্ট আর তেমন হয় নি। এই প্রথম কোন প্রকৃত গবেষণাজাত সাহিত্য-ঘটনা। বিচ্ছিন্ন কিছু ডকুফিকশন হলেও তা ডকুমেন্টস বহি হয়ে উঠেছে।

এই ঝিনুক নীরবে সহো ডকু ফিকশন লিখেছেন কবি ও কথা শিল্পী মোশতাক আহমেদ।
তিনি কবি আবুল হাসান কে নিজ হৃদয়ে ধারণ করে গভীর সংবেদে লিখেছেন বইটি।

বইটি র প্রকাশ সম্পর্কে কবি মোশতাক আহমেদ জানান,
ঝিনুক নীরবে সহো [ কবি আবুল হাসানের জীবনভিত্তিক ডকু-ফিকশন ] প্রথম দফায় কেবলমাত্র শোভন সংস্করণ হচ্ছে। রয়েল সাইজ হওয়াতে পৃষ্ঠা সংখ্যা দাড়ালো ৩০৪। দাম ৬৪০ টাকা, প্রি অর্ডারে ৩০% ছাড়ে পাবেন। বই ১৮ তারিখে আসছে!

এই লিংকে এখনো প্রি- অর্ডার করা যাবে!

উল্লেখ, 

 লেখক ও কবি মোশতাক আহমেদ একজন চিকিৎসক। চট্টগ্রাম মেডিকেল কলেজের কৃতি প্রাক্তন।  সিএমসি২৮। 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়