ডেস্ক

Published:
2021-07-02 19:01:25 BdST

কাদের ঝুঁকি বেশি ডেল্টা প্রজাতিতে


অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
____________________________

কাদের ঝুঁকি বেশি ডেল্টা প্রজাতিতে

ভারতে সংক্রমণের ভয়াবহতার কারন এই ডেল্টা তাই সংবাদ হয়েছিল কিন্তু সেই দুষ্ট ডেল্টা এখন বিশ্বের ৯২ টি দেশে দাপিয়ে বেড়াচ্ছে আমরাও ব্যতিক্রম নই।
ব্রিটেনে ডেল্টার প্রকোপ এত বেড়ে যায় যে প্রধানমন্ত্রি বরিস জনসনকে
লকডাউনের সময় সীমা বাড়াতে হয়েছিল।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সন্সথা ঘোষণা দিলেন ভবিষ্যতে হয়ত ডেল্টা হবে সব চেয়ে মারাত্মক ভাইরাস।
ব্রিটেনের কেন্টে যে প্রজাতি পাওয়া গিয়েছিল যাদের আলফা প্রজাতি বলা হয় এদের চেয়ে ৬০% বেশি সংক্রামক হল এই ডেল্টা ।
অল্প দিনের মধ্যে দ্বিগুণ হয় এর সংক্রমণ । ৪.৫-১১.৫ দিনের মধ্যে দ্বিগুণ হবার আশ্চর্য ক্ষমতা এর।
স্কট ল্যান্ডের একদল গবেষক জুন মাসে একে নিয়ে অনেক গবেষণা করেন তারা দেখেন আলফা প্রজাতির তুলনায় ডেল্টা হাসপাতালে ভর্তি হবার পরিস্থিতি বাড়িয়ে দেয়।
গবেষণাটি প্রকাশিত হয়েছে এই গবেষণা আর বলা হচ্ছে
যাদের অন্য ক্রনিক অসুখ আছে বা কো মর্বিডিটি রয়েছে বা যাদের বয়স বেশি তাদের ঝুকি বেশি
এমন কি যে তরুন টিকা নেন নি তাদের ঝুকি বেশি
বাংলাদেশে এখন কঠোর লকডাউন চলছে ।
সংক্রমণ ক্রমে বাড়ছে আর মৃত্যু বাড়ছে ।
কেবল ঢাকা নয় সীমান্ত কাছের আর দূরের জেলা হাসপাতালে ভর্তি বেশি আর মৃত্যু বেশি ।
একটা সমীক্ষা করা যেতে পারে : এদের বয়স, পেশা আর টিকা নেওয়া কিনা আর এদের নমুনা নিয়ে জিন সিকুএন্সিং করে প্রজাতি ধরন।
এমন হতে পারে যারা হাসপাতালে আসছেন যারা মৃত্যু বরন করছেন এরা ভেকসিন নেন নি আর এদের ডেল্টা সঙ্ক্রমন আর অনেকের আছে অন্য ক্রনিক অসুখ ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়