ডেস্ক

Published:
2021-06-30 19:17:47 BdST

'প্রয়োজন হলে আমরা গ্রেপ্তার করবো, মামলা করবো, আমরা কঠোর থাকবো'



ডেস্ক
_______________
করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামীকাল থেকে সাত দিনের কঠোর লকডাউনে জরুরি সেবার বাইরে কোনো ধরনের যানবাহন চলতে দেওয়া হবে না। প্রয়োজনে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।

আজ বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা ছাড়া কেউ ব্যক্তিগত গাড়ি ব্যাবহার করতে পারবেন না। প্রয়োজনে রিকশা ব্যবহার করতে পারবেন। টিকা নিতে, বাজারে যেতে রিকশায় যেতে পারবেন— যন্ত্রচালিত যানবাহন চলতে দেওয়া হবে না। মাস্ক পরে বের হতে হবে।

তিনি আরও বলেন, বিদেশফেরত ব্যক্তির পরিবারের সদস্যদের গাড়ি ব্যবহার করতে হবে, তবে পাসপোর্ট বা টিকিট দেখাতে হবে। কোনো অজুহাত দেখিয়ে বের হলে কারণ যদি সন্তোষজনক না হয় তাহলে আইনি ঝামেলায় পড়তে হবে। প্রয়োজন হলে আমরা গ্রেপ্তার করবো, মামলা করবো। আমরা কঠোর থাকবো। কোনো ক্লাব খোলা থাকবে না।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়