ডেস্ক

Published:
2021-06-27 19:30:05 BdST

ধনী আর গরীবের মধ্যে ৫ টি পার্থক্য



অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
_____________________________
ধনী আর গরীবের মধ্যে ৫ টি পার্থক্য

১। দরিদ্র নজর রাখে সঞ্চয়ে আর ধনীর নজর অর্থ উপার্জনে
২। দরিদ্রের বিশ্বাস অর্থ হল সব অনর্থের মূল ।আর ধনীরা মনে করে সব অনর্থের মুল হল দারিদ্র
৩। দরিদ্র অর্থ নিয়ে দুশ্চিন্তা করে ধনী অর্থের স্বপ্ন দেখে
৪। দরিদ্র খরচ নিয়ে ভাবে আর ধনী ভাবে বিনিয়োগ নিয়ে
৫। দরিদ্র অপেক্ষা করে তাদের জাহাজ পৌঁছানোর জন্য আর ধনী নিজেই জাহাজ তৈরি করে।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়