SAHA ANTAR

Published:
2021-06-08 16:27:38 BdST

কানাডায় রিলিজিয়াস টার্গেট হত্যাকান্ড: না,এটা কিছুতেই মানা সম্ভব না


 


শওগাত আলী সাগর
কানাডা থেকে
___________________


না, এটা কিছুতেই মানা সম্ভব না।ধর্ম বিশ্বাসের কারণে একটি পরিবারের সদস্যদের উপর গাড়ি তুলে দিয়ে মেরে ফেলা হবে, তাও আবার কানাডার মতো একটি দেশে! অবিশ্বাস্য হলেও এই ঘটনা ঘটেছে কানাডার লন্ডন অন্টারিও শহরে। রোববার সন্ধ্যায় একটি ইন্টারসেকশনে পায়ে হেটে পার হওয়ার সময় তাদের উপর গাড়ি তুলে দেয়া হয়।
লন্ডন- অন্টারিওর পুলিশের প্রধান স্টিভ উইলিয়ামস জানিয়েছেন, রোববার সন্ধ্যায় গাড়ির দুর্ঘটনায় একটি পরিবারের চার সদস্য প্রাণ হারিয়েছেন। পুলিশ বিশ্বাস করে এটি টার্গেটেড হামলা এবং ইসলাম ধর্মে বিশ্বাসের কারনে এই পরিবারের উপর হামলা করা হয়েছে। তিনি স্পষ্ট করেই বলেছেন, আমরা বিশ্বাস করি, মুসলমান হওয়ায় এবং ইসলাম ধর্মে বিশ্বাসের কারনে এই হামলা করা হয়েছে। পুলিশ বিশ বছরের তরুনকে গ্রেফতার করেছে।
বহু সংস্কৃতির দেশ কানাডায় এই ধরনের উগ্রপন্থা এবং বিদ্ধেষ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়