Ameen Qudir

Published:
2017-02-06 19:50:14 BdST

শিরোনামহীন ভালোবাসা


 

 

ডা. নাসিমুন নাহার
__________________________

তার সাথে যখন পরিচয় তখন আমার 'কিচ্ছু ভালো লাগে না পিরিয়ড' চলছে জীবনে ! আমার জীবনে মাঝে মাঝেই 'কিচ্ছু ভালো লাগে না পিরিয়ড' আসে-যায়।তখন আমি একদম একা থাকতে ভালোবাসি, নির্জনতা খুঁজে নেই, সারা পৃথিবী ভুলে শুধুই নিজেকে সময় দেই স্বার্থপরের মতো ! সেই চরম নিস্তব্ধ অস্হির সময়ে হঠাৎই তার সাথে পরিচয়।

আমাদের প্রফেশন এক হওয়ায় সে আমাকে খুঁজে পেয়েছিল সোস্যাল মিডিয়াতে।ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করার পর প্রথম ছয়/সাত মাস সে ছিল শীত নিদ্রায় ! শুধুই আমার টাইমলাইন রিভিশন এবং রিভিউ দিতে দিতে আমাকে বুঝে ফেলার চেষ্টা করা যেন ! অনেক পরে একথা আমি জেনেছি তার মুখেই।

আমি আবার নিজে থেকে কাউকে খুব একটা নোটিশ করতাম না।ছোটবেলা থেকেই স্বভাবে নির্লিপ্ত ভাব প্রকট।এই নির্লিপ্ততার মাশুল দিতে হয়েছে বহুবার বহুভাবে --- হারাতে হয়েছে কত কাছের মানুষ ! কিন্তু কেন যেন এই কঠিন ঘোরটোপ থেকে বের হতে পারিনি।সম্ভবত জীবনের সবথেকে বড় অযোগ্যতা।আর তাই জীবনে খুব বেশি নিজের মানুষ তৈরি করা আর হয়নি।

আসলে কখনো মানুষ খুঁজিনি..... তবে কুড়িয়ে পাওয়া ভালোবাসা কখনো ফেলেও দেইনি.................না চাইতে যে ভালোবাসা আসে সে ভালোবাসা একটা blessing আমার কাছে।তাকে আমি আঁকড়ে ধরি।হারিয়ে যেতে দেই না কিছুতেই।

আমরা কখনো বলিনি -- ভালোবাসি !
যেদিন সে প্রথম বলেছিল ---- I never let you to go. forever I'm always with you .
এটা ছিল একটা ম্যাজিক্যাল মোমেন্ট।

অনেক অনেক দিন পর ভীষণভাবে দুষ্টু বুদ্ধি মাথায় ভর করেছিল আমার।চট করে বলে ফেললাম -- কিন্তু আমি যে কখনো তোমাকে বিয়ে করব না।তবে আমি তোমাকে অনেক পছন্দ করি।খানিকটা ভালোও বোধ হয় বাসি।
প্রখর বুদ্ধিমান মানুষটি শুধুই বলেছিল -- ভালোবাসতে ইচ্ছে করলে ভালোবাসবা, সমস্যা কি তাতে ?

আমিও বিশাল চিন্তাশীল নারীর মতো গম্ভীর হয়ে বললাম -- আরে এই ভালোবাসা তো সেই ভালোবাসা না।এইটা একটু ফাজিল টাইপ ভালোবাসা আরকি !
হাসতে হাসতেই সে বলল -- ফাজিল টাইপ ভালোবাসা কিন্তু হেলদি, সো তোমার সুস্বাস্হ্যের জন্য এই ভালোবাসাটা হচ্ছে একটা মেডিসিন।এই মেডিসিন তোমার লেখালেখিকে অনেক শানিত আর জীবন্ত করে তুলবে।
So let's love me more & more !

এমন আরোও কত কথার খেলা......শব্দজটে মুঠো মুঠো আনন্দ খোঁজা..........
ভৌগলিক দূরত্বের বাধা পেরিয়ে কাছে চলে আসা।

সে তার কথা রেখেছিল।
কখনো আমাকে ছেড়ে যায়নি।
একবার প্রচন্ড মন খারাপ নিয়ে তাকে বলেছিলাম --- কিচ্ছু শুনতে চাই না I want you right now. অনেক হয়েছে ইথারে ভালোবাসা বাসি।তুমি দেশে ফিরে আস প্লিজ।

তার উত্তর ছিল -- সব সময় যে তোমার সাথেই আছে তাকে নতুন করে চাচ্ছ কেন ? পাশে থাকলেই বুঝি সাথে থাকা হয় বোকা মেয়ে ?

কত কান্না হাসির দেড় যুগেরও বেশি সময়ে-- আমি তুমি মিলে শিরোনামহীন আমরা !

এরই মাঝে আমার কালো চুলের মাঝে সাদার ছোঁয়া লেগেছে , চামড়া কুঁচকে বয়সের জানান দিয়েছে তোমার।

আজ আটচল্লিশ বছরের প্রৌঢ় আমি যাচ্ছি তাকে শেষ বিদায় জানাতে।অবশ্য শেষ বিদায় বলা কি ঠিক হচ্ছে ? আজ তো আমাদের প্রথম সামনা সামনি দেখাও বটে !! যদিও সে আমায় দেখতে পাবে না দুচোখ মেলে।তবুও আমি তার পছন্দের আকাশনীল শাড়িটাই পড়েছি সাথে খোলা চুলে চোখে কাজল টেনে।ফরমালি আজই আমাদের প্রথম মিটিং........
আচ্ছা,একগুচ্ছ লাল গোলাপ কি নিব আমি তাকে শেষ বিদায় জানাতে !
বি. দ্র,

(By the way এই লেখার "আমি" কে যারা
মিম্ মি ভাবলেন তাদেরকে বলি আমার বয়স আটচল্লিশ হতে এখনও বহুদিন বাকী ।)
_________________________________

লেখক ডা. নাসিমুন নাহার । দেশের জনপ্রিয় কলাম লেখক।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়