ডেস্ক

Published:
2021-05-19 14:04:17 BdST

অতিমারী: ৫৪০০ মানুষের এক গ্রামের ভয়াবহ চিত্র


 

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
_______________________

ভারতে করোনা এখন গ্রামে গ্রামে বিধ্বংসী রূপে।

ভারতের বড় বড় নগরী বিধ্বস্ত করার পর গ্রামে আগ্রাসি রূপে করোনা উজাড় হচ্ছে গ্রাম উধাও মানুষের প্রাণ তেমন একে রুখবার ব্যবস্থা নাই।
দিল্লি থেকে দেড় ঘণ্টার রাস্তা বাসি নামে গ্রামের ৫৪০০ জন মানুষের তিন চতুর্থাংশ অসুস্থ আর ৩০ জনের মৃত্যু হয়েছে। সেখানে নাই তেমন হেলথ ফ্যাসিলিটি , অক্সিজেন, ।
বিশেষজ্ঞ বলেন পল্লী গ্রামে এমন মৃত্যুর মুল কারন ছিল অক্সিজেন। গ্রামের লোকদের দৌড়াতে হয়েছে শহরে এজন্য তাদের যাত্রা সময় হয়েছিল ৪ ঘণ্টা ।
অনেকে বলছেন সরকারি ভাবে সঙ্ক্রমন আর মৃত্যুর অনুমান হয়ত বাস্তবের চেয়ে অনেক কম।
স্বাস্থ্য ব্যবস্থা যে সামাল দিতে পারছেনা এও স্পষ্ট হয়েছে।
গ্রামে শব দেহ ফুলে ঢোল , ভাসছে গঙ্গায় । খামারে নেই কৃষক ।
পাঞ্জাব, উত্তর খণ্ডে এক অবস্থা। অনেকে এত ভয় পেয়েছে জ্বর হলেও বলছেনা কাউকে। লুধিয়ানাতে সংক্রমণ বাড়ছে ঝড়ের গতিতে ।
বিশ্ব মারী এখন নিয়ন্ত্রণের মধ্যে নাই।

পাশের দেশ তাই আমাদের অবহিত থাকা ভাল।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়