ডেস্ক
Published:2021-05-11 15:59:07 BdST
তাড়া খাওয়া পার্সিয়ানরা যেভাবে ভারতে আশ্রয় পেল, কথাও রাখল
ডা. গুলজার হোসেন উজ্জ্বল
রক্ত রোগ বিশেষজ্ঞ
দুই বাংলায় সমাদৃত সঙ্গীতশিল্পী
_________________________
অষ্টম শতকে ইরান ও মধ্য এশিয়া থেকে তাড়া খেয়ে পার্সিয়ানরা (জরথ্রুস্টবাদী/অগ্নিউপাসক) ভারতের গুজরাটে এসে আশ্রয় নিলো। গুজরাটের রাজার দরবারে গিয়ে তারা আর্জি জানালো।
গুজরাটের রাজা অভিনব কায়দায় আশ্রয়দানে তার অপারগতা প্রকাশ করল। একটি কানায় কানায় পূর্ণ দুধের পাত্র পার্সিয়ানদের সামনে হাজির করা হলো। যার অর্থ আমার রাজ্য কানায় কানায় পূর্ণ। এখানে তো বহিরাগতদের রাখবার সুযোগ নেই।
পার্সিয়ানদের নেতা সেই পাত্রে এক পোটলা চিনি ঢেলে মিশিয়ে দিল। যার অর্থ আমরা এই অঞ্চলের মানুষের মাঝে এভাবেই মিশে যাব। কোন অসুবিধা হবেনা বরং মিষ্টতা বাড়বে।
কথিত আছে সেই পার্সিয়ান নেতার উপস্থিত বুদ্ধির গুনেই রাজা খুশি হয়ে আশ্রয় দিয়েছিলো পার্সিয়ানদের। ইতিহাস স্বাক্ষী, ভারতবর্ষে পার্সিয়ানরা তাদের কথা রেখেছে।
আপনার মতামত দিন: