Dr. Aminul Islam

Published:
2021-05-09 16:54:27 BdST

এক কোভিড আক্রান্ত বৃদ্ধ ব্যক্তির কন্যার বয়ান



অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
বাংলাদেশের লোক স্বাস্থ্যাচার্য
________________________________

এক কোভিড আক্রান্ত বৃদ্ধ ব্যক্তির কন্যার বয়ান

আজ আমরা আমার বাবার আই সি ইউ শয্যা সমর্পণ করলাম যদি কোন রোগীর জীবন বাঁচে।
আমার ৯৪ বছর বয়সি বাবা বেশ কদিন ধরে কো ভি ডে ভুগছিলেন ,তার ফুস্ফুসের পুরোটাই গেছে আর আমার মা তাকে ভ্যানটিলে শনের মধ্যে দিতে চাইছেন না । আমরা যথেষ্ট চেষ্টা করছি তাকে ঘুমের ওষুধ দিয়ে স্বস্তিতে রাখার চেষ্টা ।
ধর্মীয় গ্রন্থপাঠ চলছে আর চারদিকে আছেন প্রিয়জন ।
আমরা সচেতন ভাবেই আই সি ইউ ত্যাগের সিদ্ধান্ত নিলাম। আমরা আই সি ইউ শয্যা সমর্পণ করলাম নিয়ে এলাম কেবিনে যাতে কোন সংকটাপন্ন রোগীকে দিয়ে তার জীবন বাঁচানো যায় ।
আমার ৮৭ বছর বয়সি মা হলেন গভীর অনুরক্তি আর সাহসের প্রতীক ।
ভালবাসা যদি কোভিড নিরাময় করতে সক্ষম হত তাহলে আমার বাবা অনেক আগেই সেরে উঠতেন
আমি দেখছিলাম আমার চোখের সামনে আমার বাবা অতল অন্ধকারে তলিয়ে যাচ্ছেন , আমি আর আমার মা তার হাত ধরে রেখেছি , আমাদের কি কান্না পাচ্ছিল । আবার আমরা সাহসি হয়ে উঠছিলাম, আমরা কখনও ফেলে আসা আনন্দের দিনগুলোর রোমন্থন করছিলাম
বাবা চলে গেলেন......

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়