ডেস্ক
Published:2021-05-06 15:51:18 BdST
৫ শতাধিক করোনা রোগীর সেবা দিয়ে আনোয়ার এখন কক্সবাজারবাসীর কাছে নির্ভরতার প্রতীক
রাসেল চৌধুরী
বাংলা দেশের জ্যেষ্ঠ সাংবাদিক
____________________
লোকসেবী, করোনা রোগী সেবায় সদা অতন্দ্র আনোয়ার হোসেন এ পর্যন্ত ৫ শতাধিক করোনা রোগীর সংস্পর্শে গেছেন। আনোয়ার এখন কক্সবাজারবাসীর কাছে নির্ভরতার প্রতীক। কেউ করোনা আক্রান্ত হলেই ডাক পড়ে আনোয়ারের। আনোয়ারও ছুটে যান রোগীর কাছে। কুলে পিঠে নিয়ে রওনা দেন হাসপাতালে। করোনা রোগী, করোনা হাসপাতালে দৌড়াদৌড়ি করতে করতে আনোয়ার গত বছর নিজেই করোনা আক্রান্ত হন। সেরেও উঠেন। সে থেকে যেন করোনা আক্রান্তদের জন্য নিজেকে একেবারে উজাড় করে দেন। কোন রোগী মারা গেলে দাফন কাপনের কাজও করেন এই আনোয়ার।
সে সম্মুখভাগের যোদ্ধা হিসেবে এ পর্যন্ত অর্ধশতাধিক সম্মাননা ক্রেস্টও পেয়েছেন।
আপনার মতামত দিন: