SAHA ANTAR

Published:
2021-05-04 19:21:08 BdST

পশ্চিম বাংলায় ৪০০টাকার রাজমিস্ত্রির বউ চন্দনা সত্যি সত্যিই ৪০০০ ভোটে জিতেছে


 


অন্তর সাহা _________________

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শালতোড়ার আসনে রাজমিস্ত্রির বউ চন্দনা বাউরি প্রায় চার হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন।
তার স্বামী পেশায় রাজমিস্ত্রি, টানাটানির সংসার। দৈনিক আয় মাত্র ৪০০ রুপি।
চন্দনা বাউরির সম্বল বলতে, তিনটি ছাগল, তিনটি গরু (তার মধ্যে একটি আবার বাবার উপহার দেওয়া) এবং একটি মাটির বাড়ি। তিনিই এখনও পর্যন্ত ভোটের সবচেয়ে গরীব প্রার্থী বলে চিহ্নিত হয়েছেন। মনোনয়ন পত্রে হলফনামায় তিনি লিখেছেন তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৩১ হাজার ৯৮৫ রুপি।
এই অতি দরিদ্র প্রার্থী বাঁকুড়া শালতোড়া একটি প্রত্যন্ত অঞ্চলে কাঁচা বাড়িতে থাকেন।
শ্রাবণ বাউরি ও চন্দনা বাউরি দুজনেই ১০০ দিনের কাজের শ্রমিক। তাদের বাড়িতে পানীয় জলের সংযোগ নেই। ঘরে আসবাব বলতে একটি টিনের বাক্স, বাচ্চাদের পড়ার বই রাখার জন্য একটি ছোট টেবিল।
পড়াশোনায় ভালো ছিলেন চন্দনা। কিন্তু বাবা মারা যাওয়ার কারণে মাধ্যমিক পাস করে তাকে বিয়ে করতে হয়। তিনটি সন্তান রয়েছে শ্রাবন-চন্দনা দম্পতির।
চন্দনার স্বামী ব্লক কর্মী হিসেবে রাজনীতি করতেন।
এবছর বাঁকুড়ার শালতোড়া আসনটি তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত হয়েছে। আর সেই কারণেই শ্রাবণের স্ত্রী চন্দনাকেই প্রার্থী হিসেবে বেছে নেয় বিজেপি।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়