SAHA ANTAR
Published:2021-04-30 20:31:45 BdST
জয়ন্ত,অচিন্ত, আমি সুচিন্ত, আমরা ৩ একাত্মা হাসিখুশি ভাই, সোনাদা মেডিকেল প্রফেসর:জানালেন অভিনেতা চঞ্চল চৌধুরী
ডেস্ক
---------------------
জয়ন্ত,অচিন্ত, আমি সুচিন্ত, আমরা ৩ একাত্মা হাসিখুশি ভাই, জানালেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এক লেখায় তিনি জানান,
আমরা তিন ভাই......একাত্মা...
জয়ন্ত,অচিন্ত,সুচিন্ত.....
সুচিন্ত আমার সার্টিফিকেটের নাম।
মাঝখানের জন,
আমার মেজো ভাই।
আজ তাঁর জন্মদিন...
এই প্রথম ওর জন্মদিনে কিছু লিখছি..
ওকে আমরা সব ভাইবোন সোনাদা ডাকি...
সোনাদা পেশায় ডাক্তার।
মেডিক্যাল কলেজের প্রফেসর।
ও যখন সদ্য পাশ করা ডাক্তার,
রাজশাহী মেডিক্যাল থেকে পাশ করে ঢাকা এসেছে জীবন সংগ্রামে যুদ্ধ করতে,নিজের অস্তিত্বের জন্য যুদ্ধ,একটি পরিবারের দ্বায়িত্ব নিজের কাঁধে তুলে নেবার যুদ্ধ,
তার ঠিক মাস ছয়েক পরেই,
আমার মত বাউন্ডুলেও ওর আশ্রয়ে এসে,
ওর ঘাড়ে চেপে,চারুকলায় ভর্তি হই....
তখন থেকেই আমাকে সহ পুরো পরিবারটাকে ও আগলে রেখেছে।
নিজের সুখ বিসর্জন দিয়ে সিনেমার বড় ভাইটির মত মানুষ যে বাস্তবেও আছে,সোনাদা তার বাস্তব উদাহরন।
আমি শুধু ওর সাথে কিছু দায়িত্ব পালনে সংগী হতে পেরেই ধন্য....
এখনো সোনাদাই আমাদের পুরো পরিবারকে বিপদে আপদে,
সকল সংকটে আগলে রেখেছে....
এরকমই থাকিস তুই....
শুভ জন্মদিন সোনাদা....❤️
আপনার মতামত দিন: