Dr. Aminul Islam
Published:2021-04-28 04:24:22 BdST
দীর্ঘায়ুর জন্য ৬টি পয়েন্ট মেনে চলুন
অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
-----------------------------
দীর্ঘায়ু হবার জন্য যা যা করতে পারেন
১। প্রতিদিন রাতে একই সময় ঘুমুতে যাবেন আর সকালে একই সময় উঠবেন
২। সকালে অন্তত ২০-৩০ মিনিট রৌদ্রালোকে অবগাহন করুন
৩। প্রতিদিন ব্যায়াম করুন যাতে আপনার লীন পেশী ক্ষয়ে না যায় আর দেহের মেটাবলিজম ধীর হয়ে যায় ।
৪। সুগার আর প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে খাবেন বেশি উদ্ভিজ্জ খাবার
৫। ব্যক্তিগত সম্পর্ক কে অগ্রাধিকার দিন আর একে শক্তি শালি করুন
৬। নিজের লক্ষ্য উদ্যেশ্য ঠিক করুন আর লোক সমাজে মিলে মিশে বাঁচার চেষ্টা করুন
আপনার মতামত দিন: