SAHA ANTAR
Published:2021-04-20 20:57:04 BdST
রম্যডাক্তার-পুলিশের ঘটনাটি যদি জাপানে হতো তাহলে কথোপকথন কেমন হতো
লেখা যোগ :: ডা. সুকুমার সুর রায়
লোক সেবী ও লেখক
--------------------------------
লেখাঃ জাপান প্রবাসী একজনের।
ডাক্তার-পুলিশের ঘটনাটি যদি জাপানে হতো তাহলে কথোপকথন কেমন হতো:
ম্যাজিস্ট্রেট : সুমিমাসেন (আমাকে ক্ষমা করবেন)
আপনার কি মুভমেন্ট পাস আছে?
ডাক্তার: সুমিমাসেন (আমাকে ক্ষমা করবেন) আমি জেনেছি যে ডাক্তারদের মুভমেন্ট পাস লাগেনা!
পুলিশ: মোশি ওয়াকে গুজাইমাসেন (দয়া করে কিছু মনে করবেন না) আপনার আইডি কার্ডটা কি দেখতে পারি? অনেকে অনৈতিক ভাবে সুযোগ নেয় তো তাই!
ডাক্তার: সুমিমাসেন (আমাকে ক্ষমা করুন) তাড়াতাড়ি বের হতে গিয়ে বাসায় ফেলে এসেছি। আমি বিএসএমএমইউ(পিজি) র একজন সহযোগী অধ্যাপক, আমার গাড়িতে ডাক্তারী কিছু সরন্জাম আছে, চাইলে দেখতে পারেন।
ম্যাজিস্ট্রেট: হনতোনি সুমিমাসেন (সত্যিই আমরা দু:খিত)
আপনার সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ! দয়া করে আইডি কার্ড সাথে রাখবেন, সবিনয় অনুরোধ করছি। সাবধানে যাবেন।
ডাক্তার: ইইএ কচিরাকছো আরিগাতো গোজাইমাস (আপনাদেরকেও ধন্যবাদ) আপনাদের দায়িত্ব দেখে আমি মুগ্ধ! করোনা মোকাবেলায় সবাই এক সাথে কাজ করবো ইনশাল্লাহ ! ভাল থাকবেন!
পুলিশ: দায়িত্বের খাতিরে আপনাকে কষ্ট দেয়ার জন্য গোমেন নাসাই (ক্ষমা প্রার্থী)। সাবধানে যাবেন।
(বিনয়, নম্রতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ সকল সমস্যার সমাধান হতে পারে)
আপনার মতামত দিন: