SAHA ANTAR

Published:
2021-04-17 00:26:18 BdST

উত্তর প্রদেশে মাস্ক না পরলে দ্বিতীয়বার ১০ হাজার রুপি জরিমানা


 

ডেস্ক
অতিমারীর রেকর্ড সংক্রমণ ঠেকাতে কঠোর উত্তর প্রদেশ সরকার। মাস্ক ছাড়া কেউ বাইরে এলে প্রথমবার ১ হাজার এবং দ্বিতীয়বার ১০ হাজার রুপি জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ নির্দেশ দিয়েছেন।


এদিকে ভারতে ২৪ ঘণ্টায় ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এক দিনের হিসাবে এটাই দেশটিতে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।
আজ শুক্রবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশে কেউ মাস্ক না পরে বাইরে এসে ধরা পড়লে প্রথমবার এক হাজার রুপি জরিমানা গুনতে হবে। একই অপরাধে পরবর্তী সময়ে ধরা পড়লে জরিমানার পরিমাণ ১০ হাজার রুপি নির্ধারণ করেছে আদিত্যনাথ সরকার।

 ভারতের জনবহুল এ রাজ্যে ছুটির দিন বা রোববারে জনসমাগম এড়াতে কঠোর লকডাউন দেওয়া হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে উত্তর প্রদেশে জরুরি সেবা ছাড়া সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। রাজ্য সরকার আরও জানিয়েছে, করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতে আগামী ১৫ মে পর্যন্ত উত্তর প্রদেশের সব স্কুল বন্ধ থাকবে। রাজ্যটিতে বোর্ড পরীক্ষাও আপাতত নেওয়া হবে না।

অন্তর সাহা কলকাতা 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়