Dr. Aminul Islam

Published:
2021-04-12 21:32:59 BdST

"আমার করোনা হবে না" ধরনের দাম্ভিক উক্তি করো না


 

 

 

অধ্যাপক ডা শুভাগত চৌধুরী 

-----------------------------

আমরা পৃথিবীর প্রায় সব মানুষকে টিকা দিতে হলে লেগে যাবে ৩-৪ বছর। আর এদিকে" আমার করোনা হবে না" ধরনের দাম্ভিক উক্তির সাথে নিজেরা খাম খেয়ালি করে স্বাস্থ্য বিধি না মানলে সংক্রমণ বিস্তার বাড়বে আর যত বেশি সংক্রমণ তত বেশি মৃত্যু আর তত বেশি ভেরিয়েনট বাড়বে আর এরা হবে বিধ্বংসী আর অপরাজেয় তাই এভাবে করোনা কাল দীর্ঘ হবে কবে শেষ হবে কেউ জানেনা একদিন হয়ত প্রকৃতির নিয়মে এর সমাপ্তি ঘটবে
আমরা এর সমাপ্তি দ্রুত আনতে হলে স্বাস্থ্য বিধি পাওন আর টিকা নিলে দ্রুত আমরা পাব এক নতুব সবাভাবিক বিশ্ব । সিদ্ধান্ত আপনাদের।

আমি একটি তিক্ত অথচ সত্য কথা বলি । এই কালে আমাদের জন্য সবচেয়ে সহজ , সুলভ হল প্রতিরোধ , মাস্ক পরা , দূরে দূরে থাকা , জন সমাবেশে না যাওয়া আর কাজে গেলেও মাস্ক পরা , হাত ধোয়া ।ধরুন আপনি খামখেয়ালি করে এসব মানলেন না , মনে নেই, গরম লাগে কি হবে আমাকে করোনা ধরবেনা এধরনের দাম্ভিক উক্তি করলেন আর কোন ও মুরব্বি এরকম বলেন শুনে আপনি মনে করেন কথা ঠিক , কিন্তু আপনি কি জানেন যে আপনার সংক্রমণ হতে পারে ।

এমন হল, যে আপনি খুব অসুস্থ হলেন, শ্বাস কষ্ট হল, আপনি আপনার স্বজন এম্বুলেন্সে করে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটলেন কিন্তু পেলেন না সিট এমন হয়েছে অনেকে এভাবে মৃত্যু বরন করেছেন চিকিৎসা না পেয়ে , কারন হাসপাতালে সিট না থাকলে কি করে পাবেন, আবার এমন হল সিট
পেলেন , আই সি ইউ ভাড়া অনেক এরপর ওষুধের দাম অনেক, হয়ত এমন ইঞ্জেকশন একটার দাম ৬০০০০ টাকা । তাই সবাই সে খ্ররচ দিতে সক্ষম না। আবার কিছু ওষুধ এমন যা দুর্লভ । করোনার নি দৃসট ওষুধ নেই , কিছু অনুমান কিছু সফল হবার তথ্য , কিছু গবেষণার উপর ভিত্তি করে দেয়া হয় যদি প্রান বাঁচানো যায় ।
তাই বলি সংক্রমণ হওয়া ঠেকান । মাস্ক পরন , দূরত্ব রাখুন, আর জন সমাবেশ এড়ান । আমাদের জন্য এটি উত্তম। বিজ্ঞানে অনেক আবিষ্কার হয় কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ এর নাগাল পায়না । এরা বিস্ময়ে দেখে
কিন্তু এর সুফল পায়ন

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়