Dr. Aminul Islam

Published:
2021-04-11 17:04:35 BdST

অতিমারী থেকে সেরে ওঠার পর দীর্ঘ মেয়াদি মানসিক সমস্যা


অধ্যাপক ডা শুভাগত চৌধুরী 

বাংলাদেশের স্বাস্থ্যাচার্য

-----------------------------------------

বড় এক গবেষণায় দেখা গেছে , কোভিড ১৯ আক্রান্ত রোগী সেরে উঠার পর এদের এক তৃতীয়াংশের হয় স্নায়বিক বা মানসিক সমস্যা। প্রধান হল দুশ্চিন্তা আর মেজাজের বৈকল্য ।
মগজের সমস্যা যেমন স্ট্রোক আর ডিমেনশিয়া এর চেয়ে কম হলেও যাদের রোগ থাকে গুরুতর এদের মধ্যে হয় বেশি।
এসব সমস্যা হয়ে যায় দীর্ঘ মেয়াদী
প্রকাশিত হয়েছে ল্যানসেট সাইকিয়াট্রি তে।

এই করোনা কালে সংক্রমণের ধরন আর গতি ,নতুন প্রজাতির অনুপ্রবেশ আর ভিন্নতর লক্ষন আর আচমকা অবস্থা গুরুতর হয়া আর মৃত্যু্র গতি , হাসপাতালে রোগী আসা আর স্বাস্থ্য সম্পদ , যন্ত্রপাতি , জীবন দায়ী অক্সিজেন , ডাক্তার , নার্স আর স্বাস্থ্য কর্মীর সীমাবদ্ধতা আর ক্রমে আরও সীমিত হয়ে আসা
বিবেচনায় জরুরি পদক্ষেপ গ্রহনে কালক্ষেপণ বিপজ্জনক হতে পারে , জন গন খাম খেয়ালি করছেন স্বাস্থ্য বিধি পালনে তা দৃশ্যমান এখন তাদের সচেতন করার সাথে সাথে কঠোর পদক্ষেপ না নেওয়া হতে পারে বিপজ্জনক । আর এখন বিশেষজ্ঞ মতামত হবে জরুরি।

 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়