Dr. Aminul Islam
Published:2021-04-11 17:04:35 BdST
অতিমারী থেকে সেরে ওঠার পর দীর্ঘ মেয়াদি মানসিক সমস্যা
অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
-----------------------------------------
বড় এক গবেষণায় দেখা গেছে , কোভিড ১৯ আক্রান্ত রোগী সেরে উঠার পর এদের এক তৃতীয়াংশের হয় স্নায়বিক বা মানসিক সমস্যা। প্রধান হল দুশ্চিন্তা আর মেজাজের বৈকল্য ।
মগজের সমস্যা যেমন স্ট্রোক আর ডিমেনশিয়া এর চেয়ে কম হলেও যাদের রোগ থাকে গুরুতর এদের মধ্যে হয় বেশি।
এসব সমস্যা হয়ে যায় দীর্ঘ মেয়াদী
প্রকাশিত হয়েছে ল্যানসেট সাইকিয়াট্রি তে।
২
এই করোনা কালে সংক্রমণের ধরন আর গতি ,নতুন প্রজাতির অনুপ্রবেশ আর ভিন্নতর লক্ষন আর আচমকা অবস্থা গুরুতর হয়া আর মৃত্যু্র গতি , হাসপাতালে রোগী আসা আর স্বাস্থ্য সম্পদ , যন্ত্রপাতি , জীবন দায়ী অক্সিজেন , ডাক্তার , নার্স আর স্বাস্থ্য কর্মীর সীমাবদ্ধতা আর ক্রমে আরও সীমিত হয়ে আসা
বিবেচনায় জরুরি পদক্ষেপ গ্রহনে কালক্ষেপণ বিপজ্জনক হতে পারে , জন গন খাম খেয়ালি করছেন স্বাস্থ্য বিধি পালনে তা দৃশ্যমান এখন তাদের সচেতন করার সাথে সাথে কঠোর পদক্ষেপ না নেওয়া হতে পারে বিপজ্জনক । আর এখন বিশেষজ্ঞ মতামত হবে জরুরি।
আপনার মতামত দিন: