SAHA ANTAR

Published:
2021-04-07 08:46:21 BdST

ক্রিকেটারকে তসলিমার আক্রমণে ঝড় ,ডা গুলজার বললেন, মইন সততার পরিচয় দিয়েছেনডেস্ক
---------------
লেখিক চিকিৎসক তসলিমা নাসরিন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার মঈন আলীকে নিয়ে এক মন্তব্য করায় ঝড় বিশ্ব জুড়ে।

সম্প্রতি সংবাদমাধ্যম জানায়, আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মদ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের লোগো থাকায় মঈন নিজের জার্সি থেকে সেই প্রতিষ্ঠানের লোগো তুলে নেওয়ার অনুরোধ করেছেন। এরপরই টুইটটি করেন তসলিমা। পরে যদিও সেই টুইট মুছে ফেলেছেন।


তসলিমা মঈনকে নিয়ে টুইটটি করেন , ‘মঈন আলী ক্রিকেট না খেললে সিরিয়াতে গিয়ে আইএসআইয়ের সঙ্গে যোগ দিত।’


বাংলাদেশি আরেক চিকিৎসক লেখক ডা গুলজার হোসেন উজ্জ্বল সমর্থন জানান মইন
আলীর সততাকে।
তিনি সাধুবাদ জানিয়ে বলেন,"

ক্রিকেটার মঈন আলী জার্সিতে মদের লোগো থাকায় সেটি নিয়ে আপত্তি তুলেছেন। আমি মনে করি আপত্তিটি করে তিনি সততার পরিচয় দিয়েছেন৷

তিনি যদি নিজেকে প্র‍্যাক্টিসিং মুসলমান বলে পরিচয় দিতেন আবার মদ কোম্পানির লোগোওয়ালা জার্সি পরে মাঠে খেলতে যেতেন তাহলেই বরং সেটা অসততা হতো। ভন্ডামি হতো।

মঈন আলি আড়ং এ চাকরি চাওয়া সেই দাড়িওয়ালা ভাইয়ের মতন না৷ তিনি যে সংষ্কৃতিকে নিষিদ্ধ মানেন তাকে প্রমোট করতে চান না। সোজা হিসাব। এই সহজ মানুষ হওয়াটাকে আমি এপ্রিসিয়েট করতে চাই৷"


অন্যদিকে এ ঘটনায়
নেটিজেনদের মধ্যে চলছে লাখো নানা কমেন্ট।

মঈনের জাতীয় দল সতীর্থ জফরা আর্চার এই লেখিকার মন্তব্যের কড়া জবাব দেন। ইংল্যান্ড জাতীয় দলে খেলা বেন ডাকেট ও স্যাম বিলিংসরাও চুপ থাকেননি। তসলিমার টুইটার আইডি বাতিলের আবেদন চেয়ে মন্তব্য করেছেন তাঁরা।

তসলিমাকে বলেন,আর্চার, ‘আপনি কি সুস্থ? আমার মনে হয় না।’

‘মঈন আলী আইএসআইয়ে যোগ দিতেন...’, এ টুইট মুছে ফেলেছেন তসলিমা। তবে তাঁর দ্বিতীয় টুইটটি এখনো রয়েছে।

সম্পাদনা অন্তর সাহা ডাক্তার প্রতিদিন কলকাতা  অফিস 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়