Dr. Aminul Islam

Published:
2021-04-06 20:54:43 BdST

বাবামা-বোন-দাদীকে খুন করে আত্মঘাতী বাংলাদেশী ২ ভাই সকরুণ চিঠিতে যে কথা লিখে গেছে


 

ডেস্ক
----------------------------------

মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে নিজ বাবা মা বোন দিদাকে হত্যা করে আত্মঘাতী বাংলাদেশী ২ ভাই তানভীর ও ফারহান ট্রাজেডির বিষয়ে এক দীর্ঘ চিঠি লেখেন যোগাযোগ মাধ্যমে। তাতে উঠে এসেছে ২ ভাইয়ের মনোসামাজিক সমস্যার করুণ বিবরণ।

চিঠিতে তানভীর ও ফারহান লিখেছেন, তারা উভয়েই ব্যাপকভাবে হতাশায় ভুগছেন। জীবনের কোনো অর্থ খুঁজে পাচ্ছেন না তারা। এ কারণে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন।

কিন্তু দুইজন একসঙ্গে আত্মহত্যা করলে পরিবারের অন্যান্য সদস্যদের জন্য তা তীব্র আঘাত ও বেদনাদায়ক একটি ব্যাপার হবে। তাই পরিবারের সদস্যদের সম্ভাব্য ‘বেদনা’ থেকে রক্ষা করতে আত্মহত্যা করার আগে পরিবারের সদস্যদের হত্যার সিদ্ধান্ত নেন তারা।

সেই অনুযায়ী শনিবার মধ্যরাতে বাবা, মা, বোন এবং নানিকে গুলি করে হত্যা করেন তানভীর। তারপর সেই বন্দুকের গুলিতেই আত্মহত্যা করেন তিনি ও তার ভাই ফারহান।

এ বিষয়টি পর্যালোচনা করে
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন বলেন,
এ ধরণের ট্রাজেডি প্রতিরোধে পূর্ব সতর্কতার কোন বিকল্প নেই।
এই দুই ভাই মনোসামাজিক নানা টানাপোড়েনের শিকার।
তাদের মনোরোগ চিকিৎসক এর চিকিৎসা নেওয়া জরুরি ছিল।
কিন্তু দুঃখ জনক ভাবে সেটা হয় নি। তারা চিকিৎসা অবহেলা র শিকার হয়েছেন। তাদের কাহিনি পড়ে প্রচন্ড মর্মাহত বোধ করছি।
কেননা, সময়োচিত চিকিৎসা দিয়ে তাদের বাঁচানো যেত। পরিবার সদস্যদের বাঁচানো যেত।
কিন্তু প্রচলিত অবহেলা ও অবহেলা এই সকরুণ অধ্যায়ের জন্ম দিয়েছে।
এ শোক থেকে শিক্ষা নিতে হবে। জেনে বুঝে যেন এমন ভুল না হয়।

 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়