SAHA ANTAR
Published:2021-03-09 19:17:33 BdST
নেশার নাম " মোবাইল "
নাদিয়া বিনতে কবির
-------------------------
আজ আমরা বড় বিপদের মধ্যে আছি।কারন আমাদের শিশুরা নেশায় আসক্ত। ওদেরকে এই নেশা থেকে বের করে আনতে পারছিনা।
আর এই নেশার নাম " মোবাইল "।
আমার আপনার ছেলে- মেয়ে যখন শিশু ছিল, তখন থেকেই ওদের কান্না থামার জন্য, খাবার খাওয়ার জন্য, খেলার জন্য এই মোবাইল হাতে তুলে দিয়েছি। তখন একবারের জন্য ভাবিনি আমি আমার সন্তানকে কোন ভয়ংকর জগতের দিকে ঠেলে দিচ্ছি।
আমরা ওদের আপনজন।তাই শিশুদের দোষ না দিয়ে নিজেদের ভুলগুলো বুঝে ওদেরকে কাছে টানি, ভালোবাসি,সহযোগীতা করি। কারন মোবাইলটা আমরাই ওদের হাতে তুলে দিয়েছি।
আসুন, আমরা আমাদের সন্তানদের পাশে দাড়াই,সময় দেই।ওদেরকে মুক্ত করে আনি এই নেশার জগৎ থেকে। কোন আরোগ্য নিকেতনে নয়, ঘর হউক আরোগ্য নিকেতন।
* শাস্তি নয়,ভালোবাসা জয় *
আপনার মতামত দিন: