Dr. Aminul Islam

Published:
2021-02-26 16:21:25 BdST

সিলেটে লন্ডন এক্সপ্রেস ও এনা মুখোমুখি সংঘর্ষ : ডা. ইমরানসহ ১০ নিহত


ডেস্ক 

_________________


আজ সকাল বেলা সিলেট রশিদপুরে সিলেট থেকে ঢাকা গামী এনা এক্সপ্রেস এবং ঢাকা থেকে সিলেট গামী বিলাসবহুল লন্ডন এক্সপ্রেস এর মুখোমুখি সংঘর্ষে  ৫১ জন যাত্রী হতাহত হয়েছেন। নিহত ১০  বলে সূত্র জানায়। ডা নুুুরুল  কাইউম এমডি  মুুুরসালিন জানান,  নিহতের মধ্যে আছেন , ওসমানী মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আমজাদ হোসেন স্যারের ছেলে , রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ছাত্র জেএমসি১২ ব্যাচের ডাঃ ইমরান ।

সংবাদ দাতা জানান,

সিলেটে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১০জন নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৭টার দিকে সিলেট শহরতলির রশিদপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফউল্লাহ তাহের দূর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের সংখ্যা বাড়তে পারে।

দুর্ঘটনায় আহত অন্তত ১৮ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

পুলিশ জানায়, এনা পরিবহনের একটি বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে লন্ডন এক্সপ্রেস নামে একটি বাস ঢাকা থেকে সিলেট আসছিল। সিলেট শহরতলির রশিদপুরে একটি পেট্রোলপাম্পের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় একটি সূত্র জানায়, দুর্ঘটনায় দুই বাসেরই চালক নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়