SAHA ANTAR

Published:
2021-02-25 05:13:26 BdST

এক প্রতিবাদীর প্রস্থান


 

ডা. মেজর খোশরোজ সামাদ 
--------------------------
১।সময়টা ২০০৩। মার্কিন বোমারু বিমান টনে টনে ইরাকে বোমা ফেলছে। দুনিয়ার সবচেয়ে শক্তিধর দেশ ক্ষমতায় শিশুর মত দেশকে নৃশংসভাবে ছাতু করে দিচ্ছে।

২।কেউ ফেসবুক গরম করে দিল, কেউ চাপড়ে টেবিল ভেংগে ফেললো , টিভির পর্দাকে উত্তপ্ত করে দিয়ে ক্লান্ত হয়ে গেল কেউ কেউ।রাজপথে জ্বালাময়ী ভাষণ শেষে তারকা চিহ্নিত হোটেলে আকন্ঠ মদ পান করে তৃপ্তির ঢেঁকুর তুললেন কয়েকজন সৌখিন আর অতি বিপ্লবী। শুধু একজন সুবেশধারী ছুঁড়ে ফেলে দিলেন বাহারী কাপড়ের সম্ভার। শুরু করলেন সেলাই ছাড়া সাদা কাপড় দিয়ে শরীর ঢাকা।তিনি দলকানা হতে শেখেন নি। শুরু হল তাঁর একক প্রতিবাদ। তিনি সৈয়দ আবুল মকসুদ।

২। সেই ২০০৩ থেকে ২০২১। পদ্মা গংগা ভলগার পানি অনেকদূর গড়িয়েছে। শোষকদের নখর আরো তীক্ষ হয়েছে। মানুষে মানুষে সাম্য শুধু কেতাবেই লেখা থেকে গেছে। মকসুদের সেলাই ছাড়া কাপড় ফেলে সবাভাবিক পোষাকে আর ফিরে আসা হল না। বাহারী সেলাই দেয়া কাপড় পরা আমরা সুশীলেরা মনঃজগতে কতটা নাংগা সেটি আরেক বার প্রকাশিত হল।

৩।অনন্ত নক্ষত্র বীথিতে যাত্রা করলেন মকসুদ। অমৃতলোকে, মংগলালোকে আপনার যাত্রা শুভ হোক, প্রিয় পিতৃব্য।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়