Dr. Aminul Islam

Published:
2021-01-18 15:14:59 BdST

ভ্যাকসিন নিয়ে ২৯ জনের মৃত্যু : ময়নাতদন্ত রিপোর্টে যে কারণ পাওয়া গেল


লেখকের ছবি 

শওগাত আলী সাগর

_______________________

করোনার টিকা নেওয়ার পর নরওয়েতে ২৯ জনের মৃত্যু ঘটেছে । এই ২৯ জনের সবার বয়স ৭৫ এর উপরে। অধিকাংশের বয়সই আসলে ৮০ উপরে। টিকা দেয়ার জন্য নরওয়ের অগ্রাধিকার তালিকায় ছিলো বয়স্ক এবং স্বাস্থ্য ঝুঁকিতে থাকা মানুষগুলো। প্রাথমিক পর্যায়ে এই ক্যাটাগরির ৪২ হাজার নাগরিককে ফাইজারের টিকা দেয়া হয়েছে। তার মধ্যে ২৯ জনের মৃত্যু ঘটেছে।
এই ২৯ জনের মৃত্যু কি টিকার কারনে ঘটেছে? নরওয়ের স্বাস্থ্য বিভাগ সেটি খতিয়ে দেখছে। ইতিমধ্যে ১৩ জনের ময়না তদন্ত হয়েছে। যে ২৯ জনের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকেই নানা ধরনের জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত। দেহের অনেক ফাংশনালিটিজই ডিজঅর্ডারে ছিলো। ফলে টিকার বিরুপ প্রতিক্রিয়া হয়েছে। টিকার কারনে এখন পর্যন্ত নরওয়েতে একজনও সুস্থ মানুষ মারা যায় নি। এই ২৯ জনের মৃত্যুর সঙ্গে টিকার সরাসরি কোনো সম্পর্ক এখন পর্যন্ত পাওয়া যায় নি।
আরেকটি তথ্য যোগ করা দরকার। নরওয়েতে যারা মারা গেছেন তাদের সবাই ছিলো টারমিনালি ইল মানে তাদের বেঁচে থাকার আযু ছিলো মাত্র এক সপ্তাহ থেকে এক মাস। মানে, এক মাসের মধ্যে এঁদের এমনিতেই মুত্যু হতো।
এখন পর্যন্ত পাওয়া তথ্যে ফাইজারের টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় যা ঘটে, তা হচ্ছে ডায়েরিয়া, বমি এবং জ্বর।
কোভিডের টিকার কারনে নরওয়েতে মানুষের মৃত্যুর আলোচনায় এই তথ্যগুলো সংযুক্ত না করলে অসম্পূর্ণ তথ্য দেয়া হবে।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়